চন্দনাইশে স্থানীয়ভাবে উদ্ভাসিত লাগসই প্রযুক্তির প্রদর্শনী

0

চন্দনাইশ প্রতিনিধিঃ  চন্দনাইশে স্থানীয়ভাবে উদ্ভাসিত লাগসই প্রযুক্তি প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার দিনব্যাপী উপজেলা অডিটোরিয়াম হলে অনুষ্ঠিত হয়।

আজ বুধবার (১৯ জুন) উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আ ন ম বদরুদ্দোজা।

সেমিনারে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের প্রশিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন মো. আজিজুল হক, ড. মাহবুবুর রহমান, ড. সাইদুল ইসলাম, জন লিটন মুন্সি, ড. উম্মে শারমিন আকতার ও মো. মাহফুজুল হাসান। সেমিনারে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেশব চক্রবর্ত্তী, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. বখতিয়ার আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা সোলাইমান ফারুকী।

সেমিনারে সাংবাদিক, স্কুল শিক্ষার্থী, শিক্ষক, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সেমিনারে কিভাবে অঙ্কুরিত শিশু খাদ্য, বায়োগ্যাস, বাঁশের দীর্ঘস্থায়ী প্রক্রিয়াজাত করণ, উন্নত চুলা, স্পিরুলিনা, পানি বিশুদ্ধকরণের উপর বেশ কয়েকটি স্টল প্রদর্শিত হয়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.