অক্সিজেন মোড়ে জন ভোগান্তি

0

গোলাম শরীফ টিটুঃ নগরীতে ভোগান্তির আর এক নাম অক্সিজেন মোড়। সড়ক-ফুটপাত অবৈধ দখলে চলে যাওয়ায় নগরের অঙিজেন মোড়ে লাগাতার যানজটের সৃষ্টি হচ্ছে।

এতে চরম দুর্ভোগে পড়েছেন নগর ও চট্টদগ্রামের বিভিন্ন উপজেলাসহ রাঙামাটি-খাগড়াছড়ি রুটের যাত্রীরা। এছাড়া ওই স্থান দিয়ে চলাচলকারী বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিদিন ভোগান্তি পোহাতে হচ্ছে।

পরিবহন মালিক নেতাদের অভিযোগ, পুলিশ টোকেন বাণিজ্যের মাধ্যমে ‘চট্রগ্রাম’ সিরিয়ালের সিএনজি টেক্সিগুলোকে অঙিজেন মোড় এলাকায় প্রবেশের সুযোগ দেয়ায় এই যানজট লাগছে। তবে পুলিশ বলছে, বৃষ্টির পানি জমে অক্সিজেন মোড় এলাকা জলজট এবং মোড়ে বাসস্টেশন থাকায় যানজট নিরসন হচ্ছে না।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.