পুলিশ যখন ইয়াবা কারবারী

0

দিলারা জামানঃ রক্ষক যেখানে ভক্ষক সেখানে ঘরের ইঁদুর তো বেড়া কাটবেই। পুলিশের দায়িত্ব মাদক নিয়ন্ত্রন করা। সেখানে পুলিশ যখন মাদক ব্যবসায় জড়িয়ে পড়ছে সেখানে বিড়ালের গলায় ঘন্টাটা বাঁধবে কে?

নগরীর ট্রাফকি বিভাগের সিদ্দিকুর রহমান নামে এক টিএসআইকে ১০ হাজার ইয়াবা, একটি মোটর সাইকেল ও লক্ষাধিক টাকার উপরে ক্যাশ টাকা উদ্ধার করেছে। সিদ্দিকুর টিএসআই হিসেবে নগরীর বন্দও জোনে কর্মরত ছিল।

গত সপ্তাহে তাকে নগরীর আগ্রাবাদ সিডিএ কলোনী থেকে তাকে র‌্যাব ও কাউন্টার টেরোরিজম ইউনিটের একটি দল গ্রেফতার করে। তার সাথে রয়েছে রেলওয়ে থানায় কর্মরত আরেক উপ পরিদর্শক বাবলু খন্দকার। সেও ইয়াবা ব্যবসার সাথে জড়িত। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.