প্রকাশ্যে স্ত্রীর সামনে স্বামীকে কুপিয়ে হত্যা মামলায় গ্রেফতার ৩

0

সিটি নিউজ ডেস্ক : প্রকাশ্যে স্ত্রীর সামনে কুপিয়ে স্বামী রিফাত শরীফকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় বৃহস্পতিবার (২৭ জুন) সন্ধ্যা ৭টা পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

এর মধ্যে এজাহারভুক্ত ৪ নম্বর আসামি চন্দন, ৯ নম্বর আসামি হাসান ও সিসি ক্যামেরার ফুটেজ দেখে নাজমুল হাসানসহ তিনজনকে গ্রেফতার করছে পুলিশ।

বৃহস্পতিবার (২৭ জুন) সন্ধ্যায় বরগুনা পুলিশ সুপার (এসপি) মারুফ হোসেন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মদ হোসেন জানান, গ্রেফতার ছাড়া অন্যকোনো আসামির নাম-তদন্তের স্বার্থে এখনই বলতে পারছি না। তবে মামলায় এজাহারভুক্ত তিনজনকে গ্রেফতার করতে পেরেছি। বাকীদেরও দ্রুত গ্রেফতার করতে পারবো বলে জানান তিনি।

বুধবার (২৬ জুন) সকালে বরগুনা সরকারি কলেজ রোড়ে সন্ত্রাসীরা স্ত্রীর সামনেই কুপিয়ে গুরুতর জখম করে রিফাত শরীফকে। পরে বিকেলে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ওই ঘটনার ভিডিওচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে দেশজুড়ে প্রতিবাদ-সমালোচনার ঝড় ওঠে।

এদিকে ঘটনার পর বুধবার রাতে নৃশংস এ হত্যাকাণ্ডে নিহত রিফাতের বাবা দুলাল শরীফ বাদী হয়ে ১২ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.