দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ডে ২শ ৩২কোটি টাকার কাজ হয়েছে

0

জুবায়ের সিদ্দিকীঃ আলহাজ্ব এইচ.এম সোহেল। নগরীর ২৭নং দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ডের কাউন্সিলর। একজন সমাজ সেবক ও রাজনীতিবিদ। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম মহানগর কমিটির সহ-সভাপতি, জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর, ব্রাদার্স ইউনিয়নের পরিচালক, আগ্রাবাদ নওজোয়ান ক্লাবের সহ-সভাপতি, এনজিও ইমেজ এর সহ-সভাপতি, জেলা ক্রীড়া সংস্থার চুকবল কমিটির চেয়ারম্যান, হাতেঘড়ি স্কুল এন্ড কলেজ এর সহ-সভাপতি ও মুসলিম এডুকেশন সোসাইটির সদস্য এইচ.এম সোহেল কাউন্সিলর হিসেবে দায়িত্ব গ্রহনের পর দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ডে ৪ বছরে ২৩২ কোটি ২২ লাখ টাকার উন্নয়ন কাজ করেছেন। সদালাপী, কষ্টসহিষ্ণু, ত্যাগী ও পরিশ্রমি ব্যক্তিত্ব সোহেল এলাকা অভাবনীয় উন্নয়ন কর্মকান্ডের জন্য মানুষের কাছে প্রশংসিত হয়েছেন।

সাবেক ছাত্রলীগ ও যুবলীগ নেতা এইচ.এম সোহেল বর্তমানে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয়। দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ডে শিক্ষা, স্বাস্থ্য, পরিস্কার-পরিচ্ছন্নতা ও জোয়ারের পানি ঠেকাতে তার কর্মকান্ডের সুফল মানুষ এখন ভোগ করছে। বিধবা ভাতা ও প্রতিবন্ধি ভাতা প্রদানসহ গরীব মানুষের কল্যাণে তিনি বিভিন্ন উদ্যোগ গ্রহন করেছেন। ক্রীড়া সংগঠক হিসেবে সুনাম অর্জন ও সমাজ সেবায় অনন্য অবদানের জন্য এলাকাবাসী বর্তমান কাউন্সিলরের কাছে কৃতজ্ঞ।

বিগত ৪ বছরে ২৭ নম্বর দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ডে যে উন্নয়ন কর্মকান্ড হয়েছে, তা অতীতে কোন সময় হয়নি। বর্তমান কাউন্সিলর এইচ.এম সোহেলের আমলের উন্নয়ন কর্মকান্ডের মধ্যে ২০১৫-১৬ অর্থবছরের বরাদ্ধ মতে ১) ২৭ নং ওয়ার্ডের বিভিন্ন নষ্টকৃত সড়ক শ্রমিক নিয়োগের মাধ্যমে বিভাগীয় মালামাল দিয়ে মেরামত, ২) বলিরপাড়া দ: ব্লক শুক্কুর কন্ট্রাক্টর লেইন, ৩) আবিদর পাড়া মিয়া খায়ের সও বাই লেইন, ৪) বেপারী পাড়া আবুল হোসেন বাই লেইন,

৫) বেপারী পাড়া এলাকা সিডিএ বাইলেইন, ৬) সিডিএ আ/এ ২০নং রোড়ের রাস্তা উচুঁকরন (প্রথম ধাপ), ৭) সিডিএ আ/এ ২৩/১ নং রোড়ের রাস্তা উঁচুকরন, ৮) সিডিএ রোড় নং ১, ১/১ অংশ বিশেষ এবং ১৭/১ ও ২নং রোড অংশ বিশেষ ৪নং রোড়ের সংযোগস্থল পর্যন্ত, ৯) পশ্চিম বেপারী পাড়া মাজার বাড়ি বাই লেইন, ১০) ছোটপুল এলাকায় সাফেয়া খাতুন স্কুলের পার্শ্বে নর্দমা নির্মান, ১১) ছোটপুল এলাকা শেখ দেওয়ান আলী লেইন সংস্কার, ১২) সিডিএ আ/এ ১৮ নং রোড়ের উন্নয়ন, ১৩) ইসলামীয়া ব্রিক ফিল্ড প্রধান সড়কের উন্নয়ন, ১৪) ইসলামীয়া ব্রিক ফিল্ড ২নং বাই রেইন, ১৫) ইসলামী ব্রিক ফিল্ড ৬নং বাই লেইন, ১৬) ইসলামীয়া ব্রিক ফিল্ড ৭নং বাই লেইন, ১৭) ইসলামীয়া ব্রিক ফিল্ড ৮নং বাই লেইন, ১৮) ইসলামীয়া ব্রিক ফিল্ড ৯নং বাই লেইন,১৯) ইসলামীয়া ব্রিক ফিল্ড ১১নং বাই লেইন,২০) ইসলামীয়া ব্রিক ফিল্ড ১৩নং বাই লেইন,

২১) ইসলামীয়া ব্রিক ফিল্ড ১৫নং বাই লেইন,২২) আগ্রাবাদ শপিং কমপ্লেক্স ভবনের অবশিষ্ট কাজ সম্প্রসারন, ২৩) আগ্রাবাদ সিঙ্গাপুর ব্যাংকক মার্কেটের সংস্কার কাজ, ২৪) আলহাজ্ব সাফেয়া খাতুন স্কুলের রাস্তার উন্নয়ন, ২৫) বলির পাড়া ৪নং রোড়ের পশ্চিম গলির বাকী অংশের উন্নয়ন, ২৬) আবিদর পাড়া বাইলেইন উন্নয়ন, ২৭) নাছির খাল ছড়ার মাটি উত্তোলন, ২৮) আগ্রাবাদ এক্সেস রোড়ের দক্ষিণ পাশে নালার মাটি উত্তোলন, ২৯) মা ও শিশু হাসপাতালের পাশের সড়ক উন্নয়ন (লট-৩) ৩০) সিডিএ আ/এ রোড় সমুহ ও সংযোগ সড়ক উন্নয়ন, (লট-৫) উল্লেখিত কাজে মোট ব্যয়: ৭ কোটি ১০ লক্ষ ৭৪ হাজার টাকা। ২০১৬-১৭ অর্থবছরের বরাদ্ধ মতে ১) ইসলামীয়া ব্রিক ফিল্ড ১৭নং বাই লেইন, ২) ইসলামীয়া ব্রিক ফিল্ড ১৮নং বাই লেইন, ৩) ইসলামীয়া ব্রিক ফিল্ড ৪নং বাই লেইন, ৪) সিডিএ আ/এ ১৮ নং রোড়ের উন্নয়ন, ৫) সিডিএ আ/এ ১১ নং রোড়ের উন্নয়ন,

৬) সিডিএ আ/এ ১৫নং রোড়ের উন্নয়ন, ৭) ইসলামীয়া ব্রিক ফিল্ড ১৬নং বাই লেইন,৮) ইসলামীয়া ব্রিক ফিল্ড ১২নং বাই লেইন, ৯) সিডিএ আ/এ ২০নং রোড়ের উন্নয়ন দ্বিতীয় ধাপ, ১০) সিঙ্গাপুর ব্যাংকক মার্কেটের বেসমেন্ট ফ্লোর হতে ৫ তলা আধুনিকায়ন, ১১) নাছির খাল ছড়া থেকে মাটি উত্তোলন ও অপসারন, ১২) নাছির খাল ছড়া থেকে মাটি উত্তোলন ও অপসারণ, ১৩) নিমতলা বিমান চত্বর থেকে বড়পোল পর্যন্ত পোর্ট কানেক্টিং রোড় মেরামত লট-১, ১৪) নিমতলা ব্রিজ হতে বড়পুল পর্যন্ত পোর্ট কানেক্টিং রোড় পুর্বপাশে মেরামত, ১৫) মোরশেদ খান সড়কের মেরামত কাজ, ১৬) ২৭নং ওয়ার্ডের নালার ও নর্দমার মাটি উত্তোলন ও অপসারন। উল্লেখিত উন্নয়ন কাজে মোট ব্যয় ৪ কোটি ৬১ লক্ষ ৪৪ হাজার। ২০১৬-১৭ অর্থবছরে এডিপি ফান্ড থেকে বরাদ্ধ ১) ২৭নং ওয়ার্ডের বেপারী পাড়া হতে বড়পুল-লট-২,
২০১৭-১৮ অর্থবছরের বরাদ্ধ মতে,

১) ২৭নং ওয়ার্ডের এক্সেস রোড় থেকে নালাপাড় বাজার সড়কের বাকী অংশ, ২) জাম্বুরি মাঠের দক্ষিণ পুর্ব পাশ্বে নালা নির্মান, ৩) ইসলামীয়া ব্রিক ফিল্ড ৫নং বাই লেইন, ৪) সিডিএ আ/এ বাংলাদেশ ব্যাংক কলোনী প্রবেশমুখে কালভার্ট নির্মাণ, ৫) সিডিএ আ/এ এলাকা ১৭নং রোড়ের উন্নয়ন, ৬) বড়বাড়ি লেইন উন্নয়ন, ৭) বলিরপাড়া বাদশা মিয়া লেইন উন্নয়ন, ৮) সিডিএ আ/এ ২৩/২নং রোড়ের উন্নয়ন, ৯) ইসলামীয়া ব্রিকফিল্ড প্রধান সড়ক উন্নয়ন, ১০) সিডিএ আ/এ ১৪/১ রোড়ের উন্নয়ন, ১১) সিডিএ আ/এ ১/১ রোড়ের উন্নয়ন, ১২) বড়পোল হইতে পোর্ট কানেক্টিং রোড়ের ২০নং মহেষখালের উপর রাস্তার উন্নয়ন,

১৩) সিডিএ আ/এ বিভিন্ন নালার মুখে লোহার পাটাতন নির্মান, ১৪) নালাপাড় বাজার হতে সিএন্ডবি গোডাউন পর্যন্ত রাস্তার উন্নয়ন, ১৫) সিডিএ আ/এ ৭নং রোডের উন্নয়ন, ১৬) সিডিএ আ/এ ১০ নং রোড়ের উন্নয়ন, ১৭) সিডিএ আ/এ ৬নং রোড়ের উন্নয়ন, ১৮) রেয়াজত আলী সড়ক উন্নয়ন, ১৯) হালিশহর রোড় সংলগ্ন বেপারী পাড়া স’মিল গর্লির উন্নয়ন, ২০) ইসলামীয়া ব্রিক ফিল্ড ৩নং বাই লেইন, ২১) বেপারী পাড়া হতে ছোটপুল মহেষখাল পর্যন্ত হালিশহর রোড়ের দক্ষিণ পাশের নর্দমা নির্মান,

২২) ২৭নং ওয়ার্ডের সিঙ্গাপুর ব্যাংকক মার্কেটের বেসমেন্ট থেকে পঞ্চম তলা আধুনিকায়ন। উল্লেখিত উন্নয়ন কাজে মোট বরাদ্ধ ৩ কোটি ১৭ লক্ষ ৩৮ হাজার। এ ছাড়া ১) দক্ষিণ আগ্রবাদ ওয়ার্ডস্থ সিডিএ আ/এ রোড়ের উন্নয়ন, ২) সিডিএ আ/এ ১নং রোড়ের পাশ্বে নাছির খালে রিটেইনিং ওয়াল নির্মান, ৩) দক্ষিন আগ্রাবাদ সিডিএ আ/এ নালা নির্মান, ৪) সাইফুল ইসলাম সড়ক, সালে আহমদ সড়ক, ফয়েজ আহাম্মদ পেশকার লেইন, নজির মাঝি লেইন, এবং ২৩/২ রোড়ের উন্নয়ন , ৫) জাফর আহাম্মদ রোড়, বুড়ির মাজার পাশ্বের রোড় ১নং রোড় হতে ৩নং কেজি স্কুল পর্যন্ত উন্নয়ন।

উল্লেখিত কাজে মোট ব্যয় ১১ লক্ষ ৫৫ হাজার। ২০১৮-১৯ অর্থবছরে ১) হালিশহর রোড়ের উন্নয়ন, ২) সিডিএ আ/এ ১,২,১৬,২৬,২৭ ও ২৯নং রোড়ের উন্নয়ন, ৩) বিচারপতি মোরশেদ রোড় এবং নালাপাড়া বাজার হতে সিন্ডবি গোডাউন উন্নয়ন, ৪) সিঙ্গাপুর ব্যাংকক মার্কেট হাইটেক পার্ক, ৫) এক্সেস রোড় উন্নয়ন, ৬) মহেষখাল রিটারিং ওয়াল এবং ২৭নং দক্ষিণ আগ্রবাদ ওয়ার্ড অফিসের জায়গায় বহুমুখী বহুতল বানিজ্যিক ভবন নির্মান।

এছাড়া ২০১৯-২০ অর্থবছরে এডিপি ফান্ড থেকে বরাদ্ধকৃত প্রকল্প হচ্ছে ১) সিডিএ আ/এ ২০নং রোড়ের মহেষখালের উপর ব্রীজ নির্মান ও ২) সিডিএ আ/এ ৪নং রোড়ের মহেশখালের উপর ব্রীজ নির্মাণ প্রকল্প। বিগত ৪ বছরে উল্লেখিত উন্নয়ন ২৩২ কোটি ২২ লাখ টাকার উন্নয়ন কাজ সম্পন্ন হয়েছে এই ওয়ার্ডে। এ ছাড়া অনেক প্রকল্প চলমান রয়েছে যা সম্পন্ন হলে জলাবদ্ধতার অভিশাপ মুক্ত হবে ২৭নং দক্ষিণ আগ্রাবাদ এলাকা।

এ ব্যাপারে জানতে চাইলে কাউন্সিলর এইচ.এম সোহেল বলেন, মাননীয় মেয়র আ.জ.ম নাছির উদ্দিনের প্রত্যক্ষ সহযোগিতায় উল্লেখিত কাজ সম্পন্ন করতে সক্ষম হয়েছি। এলাকাবাসী আমাকে সার্বিক সমর্থন জুগিয়েছেন। উন্নয়ন কার্যক্রমের এই ধারা অব্যাহত থাকলে এর সুফল সাধারন মানুষ ভোগ করবেন। ২৭নং দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ডকে উন্নয়ন কর্মকান্ড, ক্রীড়া, সংস্কৃতি ও ধর্ম বর্ন নির্বিশেষে সবার মধ্যে সৌহার্দ্যময় আলোকিত ওয়ার্ডে পরিনত করতে আপ্রাণ চেষ্টা করছি। আমি সবার সহযোগিতা, দোয়া ও আর্শিবাদ কামনা করি।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.