ক্ষমতা চিরস্থায়ী করার পথ থেকে সরে আসুনঃ ফখরুল

0

সিটি নিউজ ডেস্কঃ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ক্ষমতা চিরস্থায়ী করার পথ থেকে সরে আসুন আহবান জানিয়ে আবারও একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল বাতিল করে নতুন করে ভোটের ব্যবস্থার দাবি করেছেন।

আজ সোমবার (৮ জুলাই) দুপুরে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।

সরকারের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, ক্ষমতা চিরস্থায়ী করার পথ থেকে সরে আসুন। জনগণের নির্বাচিত সংসদ ও সরকার গঠনে অবিলম্বে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল বাতিল করুন। নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ ও অংশগ্রহণমূলক নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করুন।’

তিনি বলেন, ‘দেশের গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো প্রায় ভেঙে গেছে। তত্ত্বাবধায়ক সরকার বাতিল করার পর সরকার রাষ্ট্রের সব প্রতিষ্ঠানকে দলীয় নিয়ন্ত্রণে নিয়েছে। এখন নির্বাচন ব্যবস্থা, প্রশাসন, আইনশৃঙ্খলা ব্যবস্থা, প্রতিরক্ষা ব্যবস্থা, এমনকি বিচার ব্যবস্থাকেও সম্পূর্ণভাবে দলীয়করণ করা হয়েছে। ফলে মানুষ ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন।’

পাবনার ঈশ্বরদীতে শেখ হাসিনার ট্রেনবহরে গুলির ঘটনায় দায়ের মামলার রায়ের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, ‘রায়ে ৯ জনকে মৃত্যুদণ্ড, ২৫ জনকে যাবজ্জীবন ও ১৩ জনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। এই রায়ে সমগ্র জাতি বিস্মিত, হতাশ ও ক্ষুদ্ধ। আওয়ামী লীগ এটিকে রাজনৈতিকভাবে ব্যবহার করেছে।’

এ বিষয়ে সংবাদ সম্মেলনে স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, ‘ঈশ্বরদীতে ১৯৯৪ সালের ওই ঘটনায় কেউ আহত পর্যন্ত হয়নি। কারও মৃত্যু ঘটেনি। কিন্তু, রায়ে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। এমন রায় আমার জীবনে দেখিনি।’

তিনি আরও বলেন, ‘এই রায় ন্যায়বিচার পরিপন্থী ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, ভাইস-চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, জয়নাল আবদীন, সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, সহ-আইনবিষয়ক সম্পাদক জয়নুল আবদিন মেজবাহ, নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার মীর হেলাল প্রমুখ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.