রিজেন্ট এয়ারওয়েজের কর্মী বরখাস্ত

0

সিটি নিউজ,চট্টগ্রাম : নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের সিটে আইজিপি তার স্ত্রীকে নিয়ে বসার অভিযোগে রিজেন্ট এয়ার ওয়েজের ৪ কর্মীকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় রিজেন্ট এয়ার ওয়েজ কর্তৃপক্ষ নিজেদের ভুল স্বীকার করেছে।

জানা গেছে, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারকে বিজনেস ক্লাসের পরিবর্তে ইকোনমি ক্লাসে বসানোর ঘটনায় চার কর্মীকে সাময়িক বরখাস্ত করেছে রিজেন্ট এয়ার ওয়েজ। তদন্তে অভিযোগ প্রমাণ হলে তাদের চাকরিচ্যুতও করা হতে পারে বলে জানিয়েছে বেসরকারি এই বিমান সংস্থা।

রিজেন্ট এয়ারের চিফ অপারেটিং অফিসার (সিওও) আশীষ রায় চৌধুরী বলেন, আইজিপি বিমানে উঠার পর আমাদের কিছু নবীন কর্মী অতি উৎসাহী হয়ে উনাকে বিজনেস সিটে বসিয়েছিলেন। এই ঘটনায় প্রাথমিকভাবে দুই জন কেবিন ক্রু ও দুজন গ্রাউন্ড স্টাফকে সাসপেন্ড করা হয়েছে। তদন্তে দোষী প্রমাণিত হলে তাদের চাকরিচ্যুত করা হবে।

এর আগে, গত ২৭ জুন ঢাকা থেকে সস্ত্রীক চট্টগ্রাম যেতে রিজেন্টের ফ্লাইটে বিজনেস ক্লাসের টিকিট কেটেছিলেন মাহবুব তালুকদার। কিন্তু তাদের ইকোনমি ক্লাসে বসতে দেয়া হয়েছিল। তাদের সিটে বসেছিলেন পুলিশ প্রধান মোহাম্মদ জাবেদ পাটোয়ারী ও তার স্ত্রী।

এ ঘটনা সাংবিধানিক সংস্থা ইসিকে হেয় করার শামিল উল্লেখ করে ব্যবস্থা নেয়ার জন্য সিইসিকে চিঠি দেন মাহবুব তালুকদার। যার পরিপ্রেক্ষিতে ইসি সচিবালয় পদক্ষেপ নেয়ার পর মাহবুব তালুকদারের কাছে ক্ষমা চাইতেও উদ্যোগী হয়েছে রিজেন্ট এয়ার।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.