‘অর্জন-৭১’ছবিতে ফিরোজা চরিত্রে মৌসুমী

0

সিটি নিউজ ডেস্ক :  নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন প্রিয়দর্শিনীখ্যাত চিত্রনায়িকা মৌসুমী। গত মঙ্গলবার সন্ধ্যায় ‘অর্জন-৭১’ শিরোনামের এই ছবিতে চুক্তি বদ্ধ হয়েছেন তিনি। আগামী ১৬ তারিখ এফডিসিতে শুভ মহরতের মধ্যে দিয়ে শুরু হবে ছবির কাজ। ছবির চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনায় আছেন মির্জা সাখাওয়াত হোসেন।ছবিতে ফিরোজা চরিত্রে দেখা যাবে এই গুনি শিল্পীকে।

এবিষয়ে নায়িকা মৌসুমী বলেন, ‘মহান মুক্তিযুদ্ধে পুলিশ বাহিনীর অবদানকে কেন্দ্র করে এই ছবিটির কাজ শুরু হতে যাচ্ছে। আগামী ১৬ জুলাই বিএফডিসিতে ছবির মহরত অনুষ্ঠিত হবে। এতে আমার চরিত্রের নাম থাকছে ফিরোজা। ছবির কাহিনী ও চরিত্রটি আমার ভালো লেগেছে। আশা করি, দর্শকরাও পছন্দ করবেন।’

ছবির গল্প নিয়ে মির্জা সাখাওয়াত হোসেন বলেন, ‘শহীদ বীর মুক্তিযোদ্ধা পুলিশ অফিসার আবদুল কাদের মিয়ার মুক্তিযুদ্ধে বিশাল অবদান ছিল। তিনি মুক্তিযুদ্ধের সময়ে পঞ্চগড়ের দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ছিলেন। ১৯৭১ সালের ২৭ মার্চ লাল সবুজের জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিলেন তিনি। একই বছর পয়লা জুন তাকে গুলি করে হত্যা করা হয়। এ ছবিতে মুক্তিযোদ্ধা আবদুল কাদের মিয়ার চরিত্রে শতাব্দী ওয়াদুদ এবং তার স্ত্রীর চরিত্রে অভিনয় করবেন মৌসুমী। আবদুল কাদের মিয়া মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার পর তার সংসারে নানা প্রতিকূলতার সৃষ্টি হয়। নানা রকম আতঙ্কে থাকে তার স্ত্রী ফিরোজা। আর এই ফিরোজা চরিত্রেই মৌসুমী অভিনয় করবেন। এফডিসি, রাজারবাগ পুলিশ লাইনসহ উত্তরবঙ্গে এ ছবির শুটিং করা হবে।’

ছবির বিষয়ে মির্জা সাখাওয়াত হোসেন আরো বলেন, ‘২০১৩ সালে পুলিশ হেড কোয়ার্টারে এ ছবির গল্প প্রথমে জমা দিয়েছিলাম। সেটি হেড কোয়ার্টারের অনুমোদন পেলেও নানা কারণে ছবিটির কাজ এত দিন শুরু করতে পারিনি। তাই নিজের প্রযোজনা প্রতিষ্ঠান থেকেই এবার এ ছবির কাজ শুরু করতে যাচ্ছি।’

এর আগে ‘হরিজন’ ছবিটি পরিচালনা করে প্রশংসা পান চলচ্চিত্র পরিচালক মির্জা সাখাওয়াত হোসেন। উল্লেখ্য, সবশেষ দর্শকরা হাবিবুল ইসলাম হাবিব পরিচালিত ‘রাত্রীর যাত্রী’ ছবিতে মৌসুমীকে নারীকেন্দ্রিক চরিত্রে অভিনয় করতে দেখেছেন। এরপর তার অভিনীত এবং সাকিব সনেট পরিচালিত ‘নোলক’ ছবিটি গত ঈদে মুক্তি পায়। এ ছবিতে মৌসুমীর বিপরীতে অভিনয় করেন ওমর সানী।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.