এরশাদের প্রথম জানাজা সেনা নিবাস জামে মসজিদে

0

সিটি নিউজ ডেস্কঃ ঢাকা সেনা নিবাস কেন্দ্রিয় মসজিদে আজ রবিবার বাদ জোহর সাবেক রাস্ট্রপতি এইচএম এরশাদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে তাঁর মরদেহ আবারও সিএমএইচ এর হিমাগারে রাখা হয়েছে।

জানাজার নামাজ পড়ান ক্যান্টনমেন্ট কেন্দ্রীয় মসজিদের ইমাম আহসান হাবিব। জানাজায় সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল আজিজ আহমেদ উপস্থিত ছিলেন। এছাড়াও সেনাবাহিনী বর্তমান ও সাবেক শীর্ষ কর্মকর্তারা জানাজায় অংশগ্রহণ করেন।।

জানাজায় জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও এরশাদের ছোট ভাই গোলাম মোহাম্মদ (জিএম) কাদের, মহাসচিব মশিউর রহমান রাঙাসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। এছাড়াও অন্যান্য রাজনৈতিক, ব্যবসায়ী ও সামাজিক সংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন।

এর আগে জানাজার জন্য ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে হুসেই মোহাম্মদ এরশাদের মরদেহ ঢাকা ক্যান্টনমেন্ট কেন্দ্রীয় মসজিদের সামনে আনা হয়। দুপুর ১২টা ৪৮ মিনিটে লাশবাহী ফ্রিজিং অ্যাম্বুলেন্স ক্যান্টনমেন্ট কেন্দ্রীয় মসজিদে পৌঁছেছে। ১২টা ৪০ মিনিটে সিএমএইচ থেকে মরদেহ ক্যান্টনমেন্ট কেন্দ্রীয় মসজিদের উদ্দেশ্যে ছেড়ে যায়। এসময় সেনাবাহিনীর গাড়িবহরও ছিল।

এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী জানান, আগামীকাল সোমবার (১৫ জুলাই) সকাল ১০টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এরশাদের দ্বিতীয় জানাজা হবে। বেলা সাড়ে ১১টায় জাতীয় পার্টির বিজয়নগর-কাকরাইল আফিসে নেয়া হবে। বাদ আসর বায়তুল মোকাররমে তৃতীয় জানাজা। রাতে সিএমএইচের হিমঘরে লাশ রাখা হবে। রাতে সিএমএইচের হিমঘরে লাশ রাখা হবে।

আগামী মঙ্গলবার (১৬ জুলাই) সকাল ১০টায় হেলিকপ্টারে করে রংপুরে নেওয়া হবে। রংপুর জেলা স্কুল মাঠে বা ঈদগাহ মাঠে বাদ জোহর চতুর্থ জানাজা হবে। বিকালে সেনাবাহিনী কবরস্থানে তাকে দাফন করা হবে। তবে রংপুর নেওয়ার পর সেখানকার নেতাকর্মীরা দলের নেতাকে সেখানেই দাফন করতে চাইবেন বলেও ধারণা করা হচ্ছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

 

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.