অক্সিজেন মোড়ে যানজট ও জলজট

0

মোহাম্মদ এরশাদঃ চট্টগ্রাম নগরীর অক্সিজেন মোড়ে সব মসয় থাকে যানজট। হাটহাজারী, রাঙ্গামাটি, রাউজানসহ উত্তর চট্টগ্রামের বাস এখানে থামে ও ছাড়ে।

যে কারণে যাত্রীদের ভীড় লেগে থাকে। বৃষ্টি হলেই জমে যায় কোমর সমান পানি। যানজট ও জলজট লেগে থাকে প্রতিদিন। ট্রাফিক পুলিশ যানবাহন নিয়ন্ত্রণ না করে চালায় চাঁদাবাজি।

মানুষের দুর্ভোগ ও দুর্গতি হচ্ছে প্রতিনিয়ত। অক্সিজেন মোড়ে দীর্ঘদিন যাবত যানজট ও জলজট থাকলেও যেন কেউ দেখার নেই।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.