শত ষড়যন্ত্র করেও বিএনপিকে ধ্বংস করা যাবে নাঃ আবু সুফিয়ান

0

সিটি নিউজঃ  চট্টগ্রাম মহানগর বিএনপির সিঃ সহ সভাপতি আবু সুফিয়ান বলেছেন, ভোটারবিহীন সরকারের কুকীর্তি ও অনাচারের প্রতিবাদ করার জন্যই বেগম খালেদা জিয়া কারাগারে। তিনি গণতন্ত্রের জন্য লড়াই করে যাচ্ছেন। বেগম জিয়া কারামুক্ত হলেই মানুষ প্রাণ খুলে কথা বলতে পারবেন। তিনি মুক্তি পেলে অন্ধকারের অবসান হয়ে আলো ফিরে আসবে। তাই ২০ জুলাই চট্টগ্রামের বিভাগীয় সমাবেশ থেকে দেশনেত্রীর মুক্তির জন্য আন্দোলন শুরু করতে হবে।

আজ সোমবার (১৫ জুলাই)  বিকালে চান্দগাঁও আবাসিকস্থ অস্থায়ী কার্যালয়ে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে চট্টগ্রাম-৮ আসনের সিটি কর্পোরেশনের ৬ ওয়ার্ড বিএনপির এক প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। এতে তিনি বলেন, বেগম খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দিন অন্যথায় বেগম খালেদা জিয়ার মু্ক্তির আন্দোলনই হবে সরকার পতনের আন্দোলন। বিএনপি এই দেশের আপামর জনসাধারণের দল। শত ষড়যন্ত্র করেও বিএনপি’কে ধ্বংস করা যাবে না।

চট্টগ্রাম মহানগর বিএনপির সহসভাপতি সাবেক কাউন্সিলর মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সহসভাপতি সাবেক কাউন্সিলর নাজিম উদ্দিন আহমদ, যুগ্ম সম্পাদক ইসকান্দর মির্জা, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও বোয়ালখালী উপজেলা সভাপতি মোস্তাক আহমদ খান, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক মনজুর আলম মঞ্জু, আনোয়ার হোসেন লিপু, সহসাধারণ সম্পাদক জি এম আইয়ুব খান, মৎস্য বিষয়ক সম্পাদক মো. বকতেয়ার, সহ-দপ্তর সম্পাদক মো. ইদ্রিস আলী, সহশ্রম সম্পাদক আবু মুসা, বায়েজিদ থানা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল কাদের জসিম, নগর বিএনপির সদস্য মনজুর আলম মঞ্জু, আবদুর রহিম,

চান্দগাঁও থানা বিএনপির সি. যুগ্ম সম্পাদক গিয়াস উদ্দিন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক মো.নাসির উদ্দিন, মোহরা ওয়ার্ড বিএনপির সভাপতি জানে আলম জিকু, পাঁচলাইশ ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী মো. ইলিয়াছ, সাধারণ সম্পাদক এস এম আবুল কালাম আবু, পশ্চিম ষোলশহর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মুনসি, আমিন শিল্পাঞ্চল ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, বিএনপি নেতা হাজী ইলিয়াছ শেকু, মসিউদ দৌলা জাহাঙ্গীর, শওকত আলী, দিদারুল আলম হিরামন, ইলিয়াছ আলী, হাজী আবু বক্কর, নুরুল আলম, লিটন প্রমুখ। 

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.