রংপুর নিজ জেলায় এরশাদের মরদেহ

0

সিটি নিউজ ডেস্কঃ রংপুর নিজ জেলায় নেয়া হয়েছে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মরদেহ।

আজ মঙ্গলবার (১৬ জুলাই) সকাল ১০টা ৩০ মিনিটের দিকে এরশাদকে বহন করা বাংলাদেশ বিমানের ৪৬৮ হেলিকপ্টার তেজগাঁও বিমনবন্দর থেকে রংপুর পৌঁছে গেছে।

সাথে আছেন, চেয়ারম্যান জিএম কাদের এমপি, হুসেইন মুহম্মদ এরশাদ এর ছেলে রাহগির আল মাহি সাদ এরশাদ, জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা এমপি, সাবেক মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, মেজর (অব.) খালেদ আখতার, আজম খান, এটিইউ তাজ রহমান ও শফিকুল ইসলাম সেন্টু।

বাদ জোহর রংপুর ঈদগাহ মাঠে হুসেইন মুহম্মদ এরশাদের চতুর্থ জানাজা শেষে তার কফিন হেলিকপ্টারযোগে ঢাকায় নিয়ে আসা হবে। বাদ আসর বাংলাদেশ সেনাবাহিনীর কবরস্থানের তাকে সমাহিত করা হবে।

তবে, রংপুরের নেতাকর্মীরা এরশাদকে তার পল্লী নিবাসে কবর দেয়ার দাবি জানিয়েছেন। ইতিমধ্যে তারা সেখানে এরশাদের কবর খোড়াসহ দাফনের প্রস্তুতি সম্পন্ন করে রেখেছেন। রংপুরে সমাহিত করার জন্য প্রয়োজনে তারা এরশাদের মরদেহ আটকে করে রাখার কথাও জানিয়েছেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.