মাশরাফির নেতৃত্বে শ্রীলঙ্কা সফরে বিসিবি’র দল ঘোষনা 

0

স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মাশরাফির নেতৃত্বে শ্রীলঙ্কা সফরের জন্য বাংলাদেশ দলের না ঘোষনা করেছে। বিশ্বকাপের দল থেকে তিনজনকে বাদ দিয়ে তিন ওয়ানডের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে । শ্রীলঙ্কা সফরে তিন বছর পর ডাক পেয়েছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম ও এক বছর পর ওপেনার এনামুল হক।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার দল ঘোষণা করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন।

বিশ্বকাপের স্কোয়াড থেকে বাদ পড়েছেন টুর্নামেন্টে কোনো ম্যাচ খেলার সুযোগ না পাওয়া পেসার আবু জায়েদ রাহী। ছুটি চাওয়ায় শ্রীলঙ্কা সফরের দলে নেই সাকিব আল হাসান ও লিটন দাস।

আগামী ২৬, ২৮ ও ৩১ জুলাই শ্রীলঙ্কায় তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ। ২০ জুলাই দেশ ছাড়বে মাশরাফির দল। ২৩ জুলাই একটি প্রস্তুতি ম্যাচে খেলবে তারা।

ওয়ানডের বাংলাদেশ দলঃ মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফ উদ্দিন, মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, সাব্বির রহমান, সৌম্য সরকার, তামিম ইকবাল, মোসাদ্দেক হোসেন, তাইজুল ইসলাম, এনামুল হক।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.