এইচএসসি পরীক্ষাঃ চট্টগ্রাম বোর্ডে কমেছে পাসের হার 

0

সিটি নিউজঃ ঘোষিত এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে এ বছর চট্টগ্রাম শিক্ষাবোর্ডে পাসের হার ৬২.১৯ শতাংশ। এছাড়া এবার জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৮৬০ জন শিক্ষার্থী। তবে জিপিএ-৫ বাড়লে ও কমেছে পাসের হার। গত বছর পাসের হার ছিলো ৬২.৭৩ শতাংশ।

এবার মোট জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৮৬০ জন শিক্ষার্থী। গত বছর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ছিলো ১ হাজার ৬১৩ জন। এ বছর চট্টগ্রাম বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ৯৮ হাজার ৯২৬ জন।

আজ বুধবার (১৭ জুলাই) দুপুরে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. মাহবুব হাসান এ ফলাফল ঘোষণা করেন।

তিনি বলেন, এ বছর চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে ৯৮ হাজার ৯২৬ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ৬১ হাজার ৫২৩ জন। উত্তীর্ণ পরীক্ষার্থীদের মধ্যে মোট ২ হাজার ৮৬০ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

উল্লেখ্য, আজ সকাল ১০ টায় গণবভনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফল তুলে ধরেছেন শিক্ষামন্ত্রী দীপু মনি ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। সাথে ছিলেন দেশের ১১টি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। এরপর সংবাদ সম্মেলন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফল ঘোষণা করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা অল্প সময়ের মধ্যে ফলাফল ঘোষনা করায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ দেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.