নগরীতে মলমপার্টির ২ সদস্য গ্রেফতার

0

সিটি নিউজঃ চট্টগ্রাম মহানগরীর টাইগারপাস এলাকা থেকে চেতনা নাশক পাউডার, ২০টি ডরমিটল ট্যাবলেট, ১০ টি সেডিল ট্যাবলেট, মলম ও ১গামছাসহ ২জন মলমপার্টির সদস্যকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ।

গ্রেফতারকৃত আসামীরা হলোঃ মোঃ রফিক মিয়া প্রকাশ বাবুল (৫৫), পিতা- মৃত আইয়ুব আলী, মাতা- আছিয়া খাতুন, সাং- বান্নাঘর, দারোগা বাড়ী(মিঝি বাড়ী) মক্রমপুর, ইউনিয়ন, থানা- নাঙ্গলকোর্ট, জেলা- কুমিল্লা, বর্তমানে-শান্তিনগর বগার বিল, রফিক এর ভাড়াটিয়া, জনৈক জসিমের চায়ের দোকানের পিছনে, থানা-বাকলিয়া, জেলা-চট্টগ্রাম, মোঃ জাহাঙ্গীর আলম (৫৭), পিতা-মৃত সালেহ আহম্মদ, মাতা-ছালমা খাতুন, সাং-কৈইক গ্রাম আব্দুল মালেক এর বাড়ি, ডাকঘর- থানা-পটিয়া, জেলা-চট্টগ্রাম, বর্তমানে লালখাঁন বাজার একেখান বাংলো সংলগ্ন শাহ আলমের ভাড়াটিয়া, থানা-খুলশী, জেলা-চট্টগ্রাম।

মঙ্গলবার চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব মোঃ মিজানুর রহমান মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) জনাব অংসা থোয়াই মারমা এর নেতৃত্বে এসআই/ অজ্ঞন দাশ গুপ্ত, এসআই/ ইমাম হোসেন, এএসআই/ হুমায়ুন কবির, এএসআই/মোঃ শাহিনুর রহমান ও সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে খুলশী থানাধীন টাইগারপাস এলাকায় অভিযান পরিচালনা করে চেতনা নাশক পাউডার, ২০টি ডরমিটল ট্যাবলেট, ১০ টি সেডিল ট্যাবলেট, মলম ও ০১গামছাসহ মলমপার্টির সদস্য মোঃ রফিক মিয়া @ বাবুল (৫৫) এবং মোঃ জাহাঙ্গীর আলম (৫৭)’দ্বয়কে গ্রেফতার করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীদ্বয় জানায়, উদ্ধারকৃত আলামত দিয়ে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় জনসমাগমস্থলে তথা বাসস্ট্যান্ড, বাসকাউন্টার, রেলওয় স্টেশন ও শহর এলাকায় যাত্রীবাহী বাসে মানুষের সাথে ছদ্দবেশে বন্ধুত্ব তৈরী করতঃ খাবারের সাথে চেতনা নাশক পাউডার মিশ্রিত করে ও চোখে ও নাকে মলম দিয়ে অজ্ঞান করে মূল্যবান জিনিসপত্র, টাকা পয়সা ও মোবাইল ছিনতাই করে আসছিল।

গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে খুলশী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.