চকরিয়ায় বন্যায় ভেসে গেছে ৫৬ কোটি টাকার মাছ

0

চকরিয়া প্রতিনিধিঃ কক্সবাজারের চকরিয়ায় টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে ভেসে গেছে ৫৬ কোটি ১৬ লাখ টাকার মাছ।

বুধবার উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তাও কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন চকরিয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম।

সম্মেলনে জানা যায়, ২ হাজার ৮৩০টি পুকুর থেকে ৫’শ ৩৭টন মাছ ভেসে গিয়ে ১৩ কোটি ৪৩ লাখ ২৫ হাজার টাকা, ২’শ ৫০টি বাণিজ্যিক খামার থেকে ৮’শ ৮৫ টন মাছ ভেসে গিয়ে ২২ কোটি ১২ লাখ ৫০ হাজার, ৮’শ ২৮টি চিংড়ি খামার থেকে ২৯৩ টন চিংড়ি মাছ ভেসে গিয়ে ‘১৯কোটি ৭৬ লাখ ৪২ হাজার ৫৪২ টাকা, ২৫টি বিভিন্ন খামার থেকে ৭৩ টন মাছ ভেসে গিয়ে ৮৪ লাখ ৫২ হাজার ৫’শ টাকার ক্ষতি হয়েছে।

চকরিয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে ২ হাজার ২২০জন মৎস্য চাষীর প্রায় ৫৬ কোটি ১৬ লাখ ৭০ হাজার ৪২ টাকার মাছ ভেসে গেছে।

তিনি আরো বলেন, ক্ষতিগ্রস্থ এসব চাষীদের তালিকা ইতোমধ্যে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থদের সাহায্য করা হবে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.