মেয়র চট্টগ্রাম ৩৬তম জাতীয় ব্যাডমিন্টনশীপ সম্পন্ন

0

সিটি নিউজ ডেস্ক : মেয়র-চট্টগ্রাম ৩৬তম জাতীয় ব্যাডমিন্টনে পুরুষ এককে সিলেট জেলার মো. সালমান এবং মহিলা এককে বাংলাদেশ আনসারের শাপলা আক্তার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।ফাইনালে মো. সালমান একই জেলার গৌরব সিংহকে এবং শাপলা আক্তার বাংলাদেশ সেনাবাহিনীর এলিনা সুলতানাকে হারায়।

এ টুর্নামেন্ট চট্টগ্রামের এম.এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন ইনডোর কমপ্লেক্সে গত ১৫ জুলাই হতে শুরু হয়। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সহযোগিতায় বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন এ টুর্নামেন্টের আয়োজন করে।
বিভিন্ন সংস্থা, বিভাগ ও জেলা মিলে ৬৩টি টিম টুর্নামেন্টে অংশ নেয়। আজ সমাপনী দিনে মোট ৫ ক্যাটাগরির ফাইনাল অনুষ্ঠিত হয়।

পুরুষ ডাবলসে বাংলাদেশ আনসারের জামিল আহমেদ দুলাল-রাহাদ কবির খালেদ জুটি বাংলাদেশ রেলওয়ের আল আমিন ঝুমার- মোস্তাফিজুর রহমান লিপটন জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। মহিলা ডাবলস্ েবাংলাদেশ আনসার এর দুলালি ইসলাম-শাপলা আক্তার জুটি, বাংলাদেশ সেনাবাহিনীর এলিনা সুলতনা-নাবিলা জামান জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। মিক্সড ডাবলসে বাংলাদেশ আনসারের রাহাদ কবির খালেদ-শাপলা আক্তার জুটি পাবনা জেলার লালচাঁদ-ঊর্মি আক্তার জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

তথ্য সচিব ও বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের চেয়ারম্যান আবদুল মালেক ফাইনাল উপভোগ করেন এব বিজয়ীদের মাঝে ট্রফি বিতরণ করেন।

অনুষ্ঠানে বক্তৃতাকালে তথ্য সচিব ক্রিকেটসহ ক্রীড়াক্ষেত্রে বাংলাদেশের সাফল্য উল্লেখ করে বলেন, বর্তমানে পুরুষের পাশাপাশি মেয়েরাও বিভিন্ন ইভেন্টে পারদর্শিতা দেখিয়ে যাচ্ছে। সরকার প্রশিক্ষণসহ সকল সহযোগিতা দিয়ে যাচ্ছে

তিনি বলেন, আগামী বছর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম শতবার্ষিকী ও মুজিব বর্ষ উদ্যাপন উপলক্ষে আন্তর্জাতিক টুর্নামেন্টের আয়োজন করা হবে। বাংলাদেশের খেলোয়াড়রা দেশের এ্যাম্বাসেডর হিসেবে এ টুর্নামেন্টসহ বৈশ্বিক সব টুর্নামেন্টে বাংলাদেশের উঁচুস্থান আরো উঁচুতে নিয়ে যাবে।

সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শামসুদ্দোহা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামাল উদ্দিন, প্রেস ক্লাব সভাপতি আলী আব্বাস, রাউজান উপজেলা চেয়ারম্যান এহছানুল হায়দার চৌধুরী বাবুল, বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সচিব আমীর হোসেন, যুগ্ম সচিব মো. আলমগীর হোসেন, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম ও সচিব দিদারুল ইসলাম উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.