আইনের শাসন কায়েমে আইনজীবীদের ভূমিকা প্রশংসনীয়-বিচারপতি হাসান আরিফ

0

সিটি নিউজ ডেস্ক :   বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের বিচারপতি শেখ হাসান আরিফ বলেছেন, আইনের শাসন কায়েম করতে আইনজীবীদের ভূমিকা প্রশংনীয়। আইন পেশা উত্তম পেশা। যদিও একসময় বলা হতো, যার নাই কোন গতি, সেই করে উকালতি। বর্তমানে যশ, খ্যাতি, সামাজিক প্রতিপত্তি, অর্থবিত্ত, সামাজিক মর্যাদাসহ সর্বক্ষেত্রে আইনজীবীদের অবস্থান রয়েছে। ডাক্তার ইঞ্জিনিয়ার থেকেও আইনজীবীরা সামাজিকভাবে ভাল অবস্থানে রয়েছে। কারণ একজন আইনজীবী সামাজিক নেতা হওয়ার পাশাপাশি এমপি, মন্ত্রীসহ বিচারপতিও হতে পারে।

অন্য পেশায় এ ধরনের সুযোগ এবং প্রশান্তি নেই। এসময় তিনি তার আইন পেশায় থাকাকালীন কিছু অভিজ্ঞতার কথা উল্লেখ করে বলেন, আইনজীবী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার পাশাপাশি বিচার বিভাগে নিজের যোগ্যতা বলে স্থান করে নিয়েছেন। সমাজের নিরহ, অসহায় মানুষের আইনী সহায়তা দিতে চন্দনাইশ আইনজীবী সংসদের এ সংগঠনটি প্রশংসনীয় কাজ করে যাচ্ছে বলে তিনি অভিমত ব্যক্ত করেন। আইন পেশার পাশাপাশি সামাজিক কার্যক্রমে চন্দনাইশ আইনজীবী সংসদ ইতিমধ্যে নিজ এলাকা ও চট্টগ্রাম বারের অসুস্থ আইনজীবীর পাশে দাড়িয়ে প্রশংসনীয় কাজ করেছেন।

গত ২৭ জুলাই সন্ধ্যায় চন্দনাইশ আইনজীবী সংসদের ১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও মিলন উৎসব নগরীর রিমা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি এড. শওকত হোসাইনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের বিচারপতি শেখ হাসান আরিফ। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধা, ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মুন্সি আবদুল মজিদ, চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট মো. ওসমান গণি, জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. এএসএম বদরুল আনোয়ার, সাধারণ সম্পাদক এড. মো. আইয়ুব খান।

স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক এড. কুতুব উদ্দীন মো. ইস্তেফাজ। সংগঠনের যুগ্ম সম্পাদক এড. মো. দেলোয়ার হোসেন ও এড. মিলি চৌধুরীর সঞ্চালনায় আলোচনায় অংশ নেন জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এড. নাজিম উদ্দীন চৌধুরী, সংগঠনের সিনিয়র সহসভাপতি এড. তুষার সিংহ হাজারী, সহ-সভাপতি যথাক্রমে এড. রফিক আহমদ, এড. আবদুল হান্নান, সাংগঠনিক সম্পাদক এড. মো. মাহাবুবুল আলম, অর্থ সম্পাদক এড. মো. জসিম উদ্দীন, সদস্য এড. এসএম শওকত হোসাইন, এড. মো. শফিউল হক চৌধুরী সেলিম, এড. এসএম সিরাজুদোল্লাহ, এড. হামিদুর রশিদ চৌধুরী, এড. মো. আরশাদ হোসেন আসাদ, এড. শাম্যশ্রী বড়ুয়া, এড. লেয়াকত আলী, এড. সিদ্ধার্থ রক্ষিত, প্রমুখ।

সভায় মেট্রো পলিটন ম্যাজিষ্ট্রেট, সাবেক বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি-সম্পাদক, কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি-সম্পাদক, বিভিন্ন উপজেলা ভিত্তিক সংগঠনের সভাপতি-সম্পাদক, বিজয়া কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.