মধুমতি সেবাকে মানুষের দোর গোড়ায় পৌঁছে দিচ্ছেঃ এমপি দিদার

0

কামরুল ইসলাম দুলুঃ সীতাকুণ্ডে সামাজিক নিরাপত্তা বেষ্টনী কার্যক্রম (এসএসএনপি) এর আওতায় উপজেলার ৯নং ভাটিয়ারী ইউনিয়ন পরিষদে ভাতা সমূহ ডিজিটাল উপায়ে প্রদানের জন্য উপকারভোগীদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (২৮ জুলাই) সকাল ১১ টায় উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে উক্ত অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। ভাটিয়ারী ইউপি চেয়ারম্যান নাজীম উদ্দিনের সভাপতিত্বে এবং উপজেলা ছাত্রলীগ সম্পাদক, ইউপি সদস্য শাহিদুল ইসলাম সাহেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম।

অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আলাউদ্দিন সাবেরী, মহিলা ভাইস চেয়ারম্যান জয়নব বিবি জলি, উপজেলা সমাজসেবা কর্মকর্তা লুৎফর নেছা বেগম, সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সেকান্দর হোসাইন, উপজেলা জেলা স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এস.এম ইউছুপ, ভাটিয়ারী ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক খায়রুল আজম জসিম, উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাহিনুর আক্তার বিউটি, বিশিষ্ট সামাজ সেবক শাহ ইমরান চৌধুরী, ইউপি সদস্য আলমগী হোসেন মাসুম, কামাল উদ্দিন, ফরহাদ হোসেন চৌধুরী, নিজাম উদ্দিন, অহিদুল আলম, মহিলা মদস্য নয়ন মনি, ছাত্রলীগ নেতা শাহিন আহমেদ, আমজাদ হোসেন, সমাজ সেবক জাহাঙ্গীর মুন্সি প্রমুখ।

সভায় সামাজিক নিরাপত্তা বেষ্টনী কার্যক্রম (এসএসএনপি) এর আওতায় ভাতা সমূহ ডিজিটাল উপায়ে প্রদানের জন্য উপকারভোগীদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করে সাংসদ দিদারুল আলম সরকারের কার্যক্রমের অংশ হিসেবে বয়স্কভাতা, বিধাবাভাতা, গ্রেগনেন্সী ভাতাসহ বহুমুখী ভাতার ব্যবস্থা করেছেন। বয়স্করা আগে বিভিন্ন ভাতার জন্য দুর-দুরান্তে যেতে হতো এখন ইউনিয়ন ভিক্তিক মধুমতি ব্যাংকিং এম মাধ্যমে সেবাকে মানুষের দুর গোড়ায় পৌছে দিচ্ছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.