বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর, জহুর আহমদ চৌধুরীর কর্মময় জীবন শীর্ষক সেমিনার

0

সিটি নিউজঃ বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর, চট্টগ্রাম শহর আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক প্রাক্তন মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা জননেতা জহুর আহমদ চৌধুরীর কর্মময় জীবন শীর্ষক এক সেমিনার গতকাল ২৯ জুলাই জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে স্মরণসভা পরিষদের উদ্যোগে বিকাল ৪ ঘটিকায় দীপঙ্কর চৌধুরী কাজল এর সভাপতিত্বে অনুিষ্ঠত হয়।

এতে মুখ্য আলোচক ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি জনাব মোছলেম উদ্দিন আহমেদ।

আরো আলোচনায় অংশ নেন মরহুমের উত্তরসুরী চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. শিরীন আকতার, নগর আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা শেখ শহিদুল আলম, আবদুল লতিফ টিপু, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজনীন সরওয়ার কাদেরী, চসিক কাউন্সিলর তারেক সোলায়মান সেলিম, কাউন্সিলর আঞ্জুমান আরা, প্রাক্তন ছাত্রনেতা ড. মাসুম চৌধুরী, মো: শওকত হোসাইন,

চট্টগ্রাম শিল্পকলা সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু, মহানগর যুব মহিলা লীগের আহ্বায়ক সায়েরা বানু রুশনি, মো: ইমরান, সোহেল মাহমুদ, বঙ্গবন্ধু শিক্ষা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মো: সাজ্জাত হোসেন, সাবেক ছাত্রনেতা ও আমরা মুক্তিযোদ্ধার সন্তান বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সুরজিত দত্ত সৈকত, চবি সহকারী প্রক্টর লিজা মরিয়ম, আমুস উত্তর জেলার সাধারণ সম্পাদক এস এম ফরহাদ আলী, রাজেশ ইমরান, মো: পাভেল, জিন্নাত সুলতানা ঝুমা প্রমুখ।

বক্তারা বলেন-বর্তমান রাজনীতিতে জহুর আহমদ চৌধুরীর মত নীতি নির্ধারক সুচিন্তার মানুষ বড়ই অভাব। জহুর আহমদ চৌধুরীর আত্মজীবনী অনুসরণ করে নতুন প্রজন্মকে এ গতিধারায় সু-রাজনীতি চর্চা করতে হবে। তাহলে মনে হয় বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়া সম্ভব। পরিশেষে নেতৃবৃন্দরা মরহুমের আত্মার শান্তি কামনা করেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.