কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গাসহ নিহত ২

0

কক্সবাজার,সিটি নিউজ : কক্সবাজারের টেকনাফে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক রোহিঙ্গাসহ দুই জন নিহত হয়েছেন।

নিহতরা হলেন- উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প নং-২ এর মৃত হায়দার শরীফের ছেলে নুরুল ইসলাম ও টেকনাফ উপজেলার হোয়াইক্যং নয়াবাজার এলাকার মো. দেলোয়ার হোসেন। ঘটনাস্থল থেকে ২০ হাজার পিস ইয়াবা ও ২টি আগ্নেয়াস্ত্র, দুইটি কিরিচ ও চার রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

সোমবার (৫ আগস্ট) ভোর রাত সাড়ে ৩টাকে নাফ নদী দুই নম্বর স্লুইসগেইট এলাকায় এ ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, মিয়ানমার হয়ে একটি ইয়াবার বড় চালান নাফ নাফ নদী পাড়ি দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে। এমন সংবাদের ভিত্তিতে খারাংখালী নাফ নদীতে বিজিবির একটি বিশেষ টহল দল অবস্থান নেয়। ভোর রাত ৩টার দিকে ৪/৫ জন লোক এ পারে ঢুকতে দেখে তাদের প্রতি চ্যালেঞ্জ করা মাত্রই বিজিবির ওপর গুলি ছুঁড়তে থাকে। বিজিবিও আত্ম রক্ষার্থে পাল্টা গুলি চালায়। গুলি বিনিময়ের পরে অস্ত্র ও ইয়াবা ব্যবসায়ীরা পিছু হটে। বিজিবি ঘটনাস্থল তল্লাশি চালিয়ে ওই সব ইয়াবা ও অস্ত্রসহ দুই যুবককে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্স হয়ে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.