চট্টগ্রামে ড্রোন দিয়ে গরু বাজার মনিটরিং

0

সিটি নিউজ :  চট্টগ্রামে ড্রোন দিয়ে কোরবানির পশুর হাট পর্যবেক্ষণ করবে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।নগরে সবচেয়ে বড় পশুর হাট সাগরিকা গরুর বাজার পরিদর্শন করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার মো. মাহাবুবর রহমান।

বৃহস্পতিবার ৮ আগস্ট দুপুরে পাহাড়তলী থানা এলাকায় সাগরিকা গরুর বাজার পরিদর্শনকালে কোরবানীর গরু বিক্রয় সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য বিক্রেতা ও বাজারের ইজারাদারদের বিভিন্ন দিক নিদের্শনা প্রদান করেন সিএমপি কমিশনার।

মো. মাহাবুবর রহমান বলেন, গরু বাজারের সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে পর্যাপ্ত সংখ্যক পুলিশ ফোর্স নিয়োজিত রয়েছে। গরু বাজার মনিটরিং করতে ড্রোন প্রযুক্তি ব্যবহার করবে পুলিশ। অজ্ঞানপার্টি, মলমপার্টি ও ছিনতাইকারীদের বিষয়ে ক্রেতা-বিক্রেতা উভয়কেই সচেতন থাকতে হবে।

এ সময় সিএমপি কমিশনারের সঙ্গে উপ-কমিশনার (পশ্চিম) ফারুক উল হক, উপ-কমিশনার (ট্রাফিক-বন্দর) তারিক আহম্মেদ, অতিরিক্ত উপ-কমিশনার (পশ্চিম) কামরুল ইসলাম, সিনিয়র সহকারী কমিশনার (পাহাড়তলী জোন) পংকজ বড়ুয়াসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.