বঙ্গবন্ধুর খুনিদের ফেরাতে জোর তৎপরতা চলছেঃ কাদের

0

সিটি নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানালেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার বিচারে সাজাপ্রাপ্ত পালাতক খুনিদের দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন।

আজ বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালে বনানী কবরস্থানে ১৫ আগস্টে শহীদ বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে এক প্রশ্নের জবাবে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

এ সময় বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দুর্নীতিমুক্ত দেশ গঠন করার প্রত্যয়ের কথা জানান সেতুমন্ত্রী। তিনি বলেন, বঙ্গবন্ধু আমাদের সামনে যে আদর্শ রেখে গেছেন সেই পথ অনুসরণ করেই আমাদের পথ চলতে হবে। অসাম্প্রদায়িক চেতনায় বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে হবে।

ওবায়দুল কাদের আরও বলেন, বাংলাদেশের অগ্রযাত্রাকে কোনো বাধাই ঠেকিয়ে রাখতে পারবে না। আমরা অসাম্প্রদায়িক চেতনায় বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়বোই।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.