শিক্ষার মধ্যে সমাজ সচেতনতা ও দায়বদ্ধতার অনুভব থাকতে হবে-ডিআইজি আবুল ফয়েজ

0

সিটি নিউজ,চট্টগ্রাম : চন্দনাইশের বরকল ছালামতিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থী পরিষদ (প্রাশিপ)’র বার্ষিক সাধারণ সভা ও ঈদ পূণর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ পুলিশ চট্টগ্রাম রেঞ্জের এডিশনাল ডিআইজি মোহাম্মদ আবুল ফয়েজ বলেন, শিক্ষা ব্যবস্থা যদি প্রযুক্তি নির্ভর করা যায়, নৈতিক শিক্ষার আলোকে যদি প্রজন্মকে গড়ে তোলা যায় তাহলে সুন্দর একটি সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করা সম্ভব। আর সেই আলোকে বর্তমান সরকার মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে আধুনিকায়ন করেছে। মাদ্রাসা শিক্ষায় যারা শিক্ষিত তাদের থেকে সমাজের প্রতি দায়বদ্ধতা অনেক। বরকল ছালামতিয়া মাদ্রাসার সাবেক শিক্ষার্থীরা সমাজ ও দেশের বিভিন্ন সেক্টরে অসামান্য অবদান রেখে যাচ্ছে। শিক্ষার মধ্যে সমাজ সচেতনতা ও সামাজিক দায়বদ্ধতা অনুভব থাকতে হবে।

গত ১৬ আগস্ট শুক্রবার বাদে মাগরিব মাদ্রাসা অডিটোরিয়ামে অনুষ্ঠিত প্রাশিপ’র ঈদ পূণর্মিলনীতে সভাপতিত্ব করেন প্রাশিপ সভাপতি মুহাম্মদ জসিম উদ্দীন চৌধুরী।

বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন প্রাশিপ সাধারণ সম্পাদক মাওলানা ক্বারী মুহাম্মদ ফেরদৌসুল আলম খান আলকাদেরী। জিএম শাহাদত হোছাইন মানিক ও মুহাম্মদ আবদুল মুবিনের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন, মুহাম্মদ অহিদুল আলম চৌধুরী, মোহাম্মদ আকতার ফারুক, মুহাম্মদ দিদারুল আলম চৌধুরী, মুহাম্মদ গিয়াস উদ্দীন সিদ্দিকী, মুহাম্মদ এমরানুল হক খান, মাওলানা হাফেজ মুহাম্মদ ছিবগতুল্লাহ চৌধুরী, কাজী মুহাম্মদ আজিজুল হক, কাজী মুহাম্মদ আলাউদ্দীন, মুহাম্মদ আবদুর রহমান, জিএম জাহেদুল আলম, মুহাম্মদ শাহজাদা খান, মুহাম্মদ মোস্তাফিজুর রহমান, মুহাম্মদ মোজাম্মেল হক, মুহাম্মদ আরকান, হাফেজ মুহাম্মদ সেকান্দর ইসলাম, মুহাম্মদ মাজহার হেলাল, হাসনাইন রেজা হাসিব, আল মোছাব্বির খান মাহি প্রমুখ।

সভায় উপস্থিত ছিলেন মুহাম্মদ ফরিদুল আলম ভূইয়া, হাফেজ মুহাম্মদ শফিউল করিম খান, মুহাম্মদ ইমরান হোসেন, মুহাম্মদ মাহবুবুল আলম চৌধুরী, হাফেজ মঈনুদ্দীন খান, মুহাম্মদ আবদুল আলিম, মাওলানা আবদুল হক, পীরজাদা হাফেজ নিজামুদ্দীন ওষখাইনী, মুহাম্মদ মোজাম্মেল হক, হাফেজ আবু বক্কর, মুহাম্মদ রফিক উদ্দিন, মুহাম্মদ আবু জাফর, মুহাম্মদ ফজলুল হক, কাজী মুহাম্মদ ওসমান গণি, মাওলানা জহির আহমদ, মুহাম্মদ নজরুল ইসলাম, আজিজুর রহমান রাসেল, মুহাম্মদ দিদারুল আলম, মুহাম্মদ আবু ছালেহ, হাফেজ মুহাম্মদ আমিন, মুহাম্মদ জাহাঙ্গীর আলম, মুহাম্মদ রাশেদুল ইসলাম, মুহাম্মদ রবিউল হোসেন, মুহাম্মদ রমজান আলী খান, মুহাম্মদ আজিজুল হক, মুহাম্মদ সুফিয়ান ছাওরী, মুহাম্মদ তৌহিদুল ইসলাম, মুহাম্মদ আমজাদ হোসেন, মুহাম্মদ, আরমান উদ্দিন, হায়দারুল আলম প্রমুখ।

সভায় আগামী ১৪ সেপ্টেম্বর ২০১৯ইং চট্টগ্রাম মেট্টোপলিটন সাংবাদিক ইউনিয়ন হলে প্রাশিপ’র ২০১৯-২০২১’র কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্ঠান ও ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছেন প্রাশিপ’র সাধারণ সম্পাদক মাওলানা ক্বারী মুহাম্মদ ফেরদৌসুল আলম খান আলকাদেরী।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.