‘রঙিলা বেবী’র ভিউ দেড় মিলিয়ন

0

সিটি নিউজ ডেস্ক : মাত্র এক সপ্তাহের ব্যবধানে দেড় মিলিয়ন ছাড়িয়েছে আইটেম সং ‘রঙিলা বেবী’র ভিউ। মাহমুদ হাসান শিকদার পরিচালিত ‘অবতার’ চলচ্চিত্রে এই গানটির সঙ্গে পারফরমেন্স করেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি, নবাগত নায়ক জেএইচ রুশো ও খলনায়ক শিবা সানু।

ঈদ উপলক্ষে ‘রঙিলা বেবী’ মুক্তি পায় গত ১১ আগস্ট সন্ধ্যা ৭টায় বঙ্গবিডির ইউটিউব চ্যানেলে। মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গে দর্শক লুফে নেয় এই আইটেম সংটি। গানের কথা, সুর ও সঙ্গীতায়োজন যেমন মনোমুগ্ধকর তেমনি আছে বিটে বিটে নাচের সাথে আলোর ঝলকানি। যে দর্শক একবার গানটি দেখেছেন, তিনি বারবার দেখছেন। লাইক দিচ্ছেন, শেয়ার করছেন, লিখছেন মন্তব্য।

এমনই একজন দর্শক নিলয় পারভেজ। তিনি গানটি দেখে তার মন্তব্য প্রকাশ করেছেন এইভাবে- ‘গানটা জাস্ট অসাম। শিল্পীর প্রশংসা করতেই হয় , ঐশীর ভয়েস এতটা নিখুতভাবে গানটায় ফুটে উঠেছে যা অসাধারণ। মাহির লুক বরাবরের মতো অনেক কিউট, এক্সপ্রেশন দারুণ ছিল। কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ অনেক মন্থর, ফিটনেস প্রথমদিকে একটু অস্বাভাবিক লাগলেও মাঝখানে এবং শেষে দারুণ লেগেছে। ওভারঅল সবকিছু মিলিয়ে খুব ভালো লেগেছে।’ তার এমন মন্তব্যে সহমত পোষন করে লাইক দিয়েছেন অসংখ্য দর্শক।

আরবিএক্স ইমরান লিখেছেন ‘যেহেতু বাংলা গান তাই প্রথম ভেবেছিলাম অন্যান্য আইটেম গানের মতো আলতু ফালতু হবে। কিন্তু ধারনাটা পুরাই ভুল ছিল, দ্বিতীয় বার দেখতে বাধ্য হলাম। সবই ভালো ছিল বাংলা গান হিসাবে, আর মাহি একটু মোটা হয়ে গেছে, ঐশীর ভোকাল ও ছিল সত্যি অসাধারণ।’ কমেডি কাঞ্চন লিখেছেন, ‘এক কথায় অসাধারণ গান, মাহির লুক এবং পারফরমেন্স অনেক ভালো। বাংলা সিনেমার দিগন্ত উন্মোচিত হচ্ছে বলে মনে হয়, পরিচালককে অসংখ্য ধন্যবাদ।’ শাকিব খান লিখেছেন, ‘ফাটাফাটি পারফরমেন্স মাহির। চমৎকারভাবে নেচেছেন মাহি। ম্যাজিক মামনির পর আরো একটি ধামাকাদার আইটেম গান পেলাম। মাহি জাস্ট ফাটিয়ে দিয়েছেন। লাভ ইউ মাহি।’

এ প্রসঙ্গে ‘অবতার’ পরিচালক মাহমুদ হাসান শিকদার অনেকটা আবেগ আপ্লুত হয়ে বলেন, ‘ঠিক এতটা আসলে আমি চাইনি। দর্শক আগ্রহ এবং প্রশংসা দেখে মনে হয়, আমি হয়তো তাদের বিনোদিত করার জন্য কিছু একটা করতে পেরেছি। আশা করছি, দর্শক সিনেমাটিও এভাবে লুফে নেবেন। কারণ আমি আসলে দর্শক বিনোদনের কথা মাথায় রেখেই সিনেমাটি নির্মাণ করেছি। তবে এ কথা আমি জোর দিয়ে বলতে পারি, অবতার দর্শক বিনোদনের একটি পুর্ণাঙ্গ চলচ্চিত্র।’

তারিক তুহিনের কথায় ‘অবতার’ চলচ্চিত্রের আইটেম সং ‘রঙিলা বেবী’ গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন আহমেদ হুমায়ূন। আর গানে কণ্ঠ দিয়েছেন ঐশী ফাতেমা তুজ জাহরা। নৃত্যের কোরিওগ্রাফি করেছেন রোহান মাহমুদ ও বেলাল। মাহমুদ হাসান শিকদারের পরিচালনায় পুরো গানটির চিত্রায়ণ করেছেন মেহেদী রনি।

উল্লেখ্য, সাগা এন্টারটেইনমেন্টের প্রযোজনায় ‘অবতার’ মুক্তি পাবে আগামী ১৩ সেপ্টেম্বর দেশব্যাপী।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.