রাউজানের কাগতিয়া দরবারের খানকাহ শরীফ ভাংচুর  

0

বিশেষ প্রতিনিধিঃ গত ১৭ এপ্রিলের ঘটনার জের ধরে রাউজানের একটি প্রভাবশালী মহলের ছত্রছায়ায় চিহ্নিত দুর্বৃত্ত কর্তৃক কাগতিয়া দরবারের খানকাহ শরীফ পুনরায় ভাংচুর শুরু করেছে।

গত ১৭ আগস্ট রাত ১২ টা থেকে দফায় দফায় বুলডোজার দিয়ে মাটির সাথে গুড়িয়ে দেয় রাউজানের মগদাই ও বদুমুন্সীপাড়াস্থ খানকাহ/এবাদতখানা এবং পরদিন সন্ধ্যা ৭টা থেকে ভাংচুর শুরু করে চিকদাইরস্থ খানকাহ/এবাদতখানা।

গত ১৭ এপ্রিল থেকে এ পর্যন্ত কয়েক দফায় কাগতিয়া দরবারের মোট ৩২ টি খানকাহ/এবাদতখানা ভাংচুর করে চিহ্নিত দুর্বৃত্ত চক্র। কাগতিয়া দরবারের অনুসারিদের ঘর-বাড়ি ভাংচুর, মালামাল লুটপাট, ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর, লুটপাট অব্যাহত রয়েছে।

দরবারের অনুসারিদের কোরবানির ঈদে বাড়ি-ঘরে যেতে দেওয়া হয়নি। এমনকি দরবার শরীফে জেয়ারতে যেতে বাধা প্রদান করে। স্থানীয়দের অভিযোগ বারবার রাউজান থানাকে অবহিত করার পরও কোন আইনি ব্যবস্থা নেয়নি।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.