মোগল বিরানী ও দস্তগীর হোটেলকে ২ লাখ টাকা জরিমানা

0

সিটি নিউজঃ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে সিটি ম্যাজিস্ট্রেট আফিয়া আখতার এবং স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা জজ) জাহানারা ফেরদৌস এর নেতৃত্বে চট্টগ্রাম মহানগর এলাকায় মোবাইলকোর্ট পরিচালনা করা হয়।

আজ মঙ্গলবার (২৭ আগষ্ট) সকালে অভিযানকালে কোতোয়ালী থানাধী মোমিন রোডে বিষাক্ত কেমিক্যাল ব্যবহার, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খোলা খাদ্যদ্রব্য রাখার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও সিটি কর্পোরেশন আইনে মোগল বিরানী হাউসকে ১ লক্ষ ২০ হাজার টাকা, স্যাঁতস্যাঁতে ফ্লোরে অস্বাস্থ্যকর অবস্থায় ফ্রিজে খাদ্যদ্রব্য সংরক্ষণ করার অপরাধে দস্তগীর হোটেলকে ৫০ হাজার টাকা ও অস্বাস্থ্যকর ও নোংরা রান্নাঘরে খাদ্যদ্রব্য তৈরী এবং বিক্রী করার অপরাধে কায়েস হোটেলকে ৫০ হাজার টাকা সহ সর্বমোট ২ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে সিটি কর্পোশেনের সংশ্লিস্ট বিভাগের কর্মকর্তা, কর্মচারী ও চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটদ্বয়কে সহায়তা প্রদান করেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.