লালদীঘি মাঠে ১৪৪১ হিজরি বর্ষবরণ অনুষ্ঠান রোববার

0

সিটি নিউজ,চট্টগ্রাম :  ১ মহররম ১৪৪১ হিজরি, ১ সেপ্টেম্বর রোববার বেলা ২টা হতে লালদিঘী ময়দানে হিজরি বর্ষবরণ অনুষ্ঠানের মঞ্চ নির্মাণ কাজ আজ ৩১ আগস্ট সকালে পরিদর্শন করেছেন হিজরি নববর্ষ উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন পরিষদেরর ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ নঈমুল ইসলাম, মহাসচিব মুহাম্মদ এনামুল হক ছিদ্দিকী, যুগ্ম মহাসচিব সৈয়দ মুহাম্মদ আবু আজম, সাংস্কৃতিক সচিব মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরী, মুহাম্মদ এরশাদুল করীম, মুহাম্মদ মহিউদ্দিন, মুহাম্মদ আব্দুল্লাহ আল ফারুখ, মুহাম্মদ বেলাল রেজা, মুহাম্মদ আব্দুর রহমান সহ অসংখ্য নেতৃবৃন্দ।

উল্লেখ্য,হিজরি ১৪৪১ বর্ষবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এম.পি। উদ্বোধনী বক্তব্য রাখবেন পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান আলহাজ¦ সূফী মুহাম্মদ মিজানুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এম জহিরুল আলম দোভাষ, চট্টগ্রাম চেম্বার সভাপতি আলহাজ্ব মাহবুবুল আলম, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, বিশিষ্ট সংগঠক আলহাজ¦ স.উ.ম আব্দুস সামাদ। প্রধান আলোচক থাকবেন লেখক ও গবেষক অ্যাডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার।

বক্তব্য রাখবেন বিভিন্ন দরবার শরীফের পীর মাশায়েখ, ওলামায়ে কেরাম, পেশাজীবী এবং সাংস্কৃতিক ব্যক্তিবর্গ। ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনায় থাকবেন দেশের খ্যাতনামা ইসলামী সাংস্কৃতিক ফোরামের শিল্পীবৃন্দ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.