বঙ্গবন্ধুর বাড়ী কিশোরগঞ্জ !

0

জুবায়ের সিদ্দিকীঃ চট্টগ্রাম মহানগরীর বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস মনছুরাবাদে অবস্থিত। সকাল থেকে বিকাল পর্যন্ত শত শত মহিলা, পুরুষ ও শিশু পাসপোর্ট করতে ও নবায়নের জন্য আসেন।

গত ২৬ আগষ্ট সকাল সাড়ে দশটায় গিয়ে দেখা গেল বিশাল আয়তনের অফিসে পুরুষ ও মহিলাদের পৃথক পৃথকভাবে দু’টি দীর্ঘ লাইন। সুশৃংখলভাবে মানুষ কাগজপত্র জমা দিচ্ছেন।

পরিচালক আবু সাঈদ সাহেবের কক্ষে একজন মহিলাকে সন্দেহজনক একজন মহিলা কর্মচারী নিয়ে আসলেন। পরিচালক সাহেব মহিলাকে জিজ্ঞেস করলেন, বঙ্গবন্ধুর ছবি দেখিয়ে এটা কার ছবি। মহিলা বললেন, শেখ মুজিবের ছবি। বাড়ী কোথায় জিজ্ঞেস করাতেই মহিলা বললেন, উনার (বঙ্গবন্ধুর) বাড়ী কিশোরগঞ্জে। অনেক প্রশ্নের জবার মহিলা দিতে পারলেন না। পাঠিয়ে দিলেন পুলিশের কাছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.