উখিয়ায় এনজিও অফিস থেকে দেশীয় অস্ত্র উদ্ধার!

0

কক্সবাজার প্রতিনিধি : রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে কর্মরত এনজিও ‘শেড’ এর অফিস কাম গোডাউন থেকে থেকে বিপুল পরিমান দেশীয় তৈরী অস্ত্র উদ্ধার করেছে উখিয়া উপজেলা প্রশাসন।

গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উখিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফখরুল ইসলাম বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১ টার দিকে উখিয়া উপজেলা সদরের রাজাপালং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মালভিটা পাড়ায় অবস্থিত শেড এর অফিসে অভিযান চালিয়ে এসব দেশীয় অস্ত্র সমুহ উদ্ধার করেন।

উদ্ধারকৃত এসব অস্ত্র রোহিঙ্গা ক্যাম্পে বিতরণের জন্য আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম সরবরাহ করেছিল বলে জানিয়েছেন শেড কমকর্তা সরওয়ার হাসান।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফখরুল ইসলাম জানান,উদ্ধারকৃত দেশীয় অস্ত্রের মধ্যে দা , ছুরি, নিড়ানী, কোদাল, বেলচা, বল্লম, লাটি, বাট সহ বিভিন্ন দেশীয় তৈরী অস্ত্র রয়েছে। উদ্ধারকৃত মালামাল জব্দ করে সহকারী কমিশনার ভূমি এর কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে উদ্ধারকৃত মালামালের জব্দ তালিকা তৈরী করা হচ্ছে।

তিনি আরও জানান যদি তারা সুনির্দিষ্ট তথ্য প্রমাণ বা অনুমতি দেখাতে পারে তাহলে বিবেচনা করা হবে ।

প্রত্যক্ষদর্শীরা জানান, শেড এর কার্যালয় হতে উদ্ধারকৃত দেশীয় অস্ত্রের পরিমান প্রায় এক হাজার মতো হতে পারে। তবে অভিযানের সময় শেড এর কার্যালয়ে কাউকে পাওয়া যায়নি।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.