নির্বাচন কমিশন ভবনের আগুন নিয়ন্ত্রণে

0

সিটি নিউজ ডেস্ক :   রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের নিচতলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। রোববার (৮ সেপ্টেম্বর) রাত ১২টা ২৫ মিনিটে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে রোববার রাত ১১টা ৬ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট প্রথমে কাজ শুরু করলেও তাদের সাথে যোগ দেয় আরো ৫টি ইউনিট।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার কামরুল হাসান বাংলাদেশ জার্নালকে অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, রাত ১১টা ৬ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট পাঠানো হয়। পরে আরও পাঁচটি ইউনিট আগুন নেভানোর কাজে যুক্ত হয়। আগুন নিয়ন্ত্রণে এসেছে।

তবে প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানাতে পারেননি তিনি।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ভেতরে আগুনের ভয়াবহতা তেমন ছিল না। তবে প্রচুর ধোঁয়া থাকায় আগুন নেভাতে কিছুটা সময় লেগেছে।

নির্বাচন কমিশন অফিস সূত্রে জানা গেছে, নির্বাচন কমিশন ভবনের নিচতলায় রিসিপশন, মিডিয়া সেন্টার, নিরাপত্তা কর্মকর্তার অফিস রয়েছে। এছাড়া নির্বাচন ভবনের বেইজমেন্টে ইভিএম সংরক্ষণের বিশেষ ব্যবস্থার গুদাম ও গাড়ির গ্যারেজ রয়েছে।

ইসি সচিব মো. আলমগীরের মতে, মোট ৪ হাজার ৫০০ ইভিএম সংগ্রহ করা হয়েছে। নির্বাচন কমিশন ভবনের নিচতলায় কিছু ইভিএম ছিল। তবে কতো ছিল তা বলতে পারেননি তিনি। কিছু ইভিএমের ক্ষতি হয়েছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.