হাজারী গলির ডাইল করিমসহ ২ মাদক ব্যবাসায়ী আটক

0

সিটি নিউজঃ চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানাধীন হাজারী লেইনস্থ চৌধুরী বিতানের পার্শ্বের গলিতে শর্মা বিল্ডিং এর সামনে চলাচলের রাস্তার উপর হতে মোঃ করিম প্রকাশ মোঃ আব্দুল করিম প্রকাশ ডাইল করিম (৩৬) এর হেফাজতে ২০০ পিস ইয়াবা ও বিপ্লব কুমার দেব প্রকাশ বিপ্লব কুমার দে প্রঃ ল বাবু প্রঃ বাবু (৫৫) এর হেফাজতে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে আটক করেন। ধৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে তাদের নাম ঠিকানা প্রকাশসহ তাদের নিকট ইয়াবা ট্যাবলেট রাখার কথা স্বীকার করে। এসআই/মোঃ আব্দুল্লাহ আসামীর বিরুদ্ধে বাদী হইয়া এজাহার দায়ের করিলে তাহার বিরুদ্ধে মাদক আইনে ০১টি মামলা রুজু হয়।

গ্রেফতারকৃত আসামী মোঃ করিম প্রকাশ মোঃ আব্দুল করিম প্রকাশ ডাইল করিম (৩৬) এর বিরুদ্ধে কোতোয়ালী থানায় মাদক আইনে সর্বমোট ২০টি এবং আসামী বিপ্লব কুমার দেব প্রকাশ বিপ্লব কুমার দে প্রঃ ল বাবু প্রঃ বাবু (৫৫) এর বিরুদ্ধে কোতোয়ালী থানায় মাদক, অস্ত্র ও দঃ বিঃ আইনে সর্বমোট ৩টি মামলা রয়েছে।

আসামীরা হলো- মোঃ করিম প্রকাশ মোঃ আব্দুল করিম প্রকাশ ডাইল করিম (৩৬), পিতা-মৃত জাহাঙ্গীর প্রকাশ শাহজাহান, মাতা-ফিরোজা বেগম, স্ত্রী-খালেদা বেগম স্থায়ী : ১৬নং আব্দুল হামিদের ঘর, হাজারী মসজিদ গলি, হাজারী লেইন, ৩২নং ওয়ার্ড, ইছহাকের বাড়ী, গ্রাম-হাজারী গলি, থানা-চট্রগ্রাম কোতয়ালী, চট্টগ্রাম। বিপ্লব কুমার দেব প্রকাশ বিপ্লব কুমার দে প্রঃ ল বাবু প্রঃ বাবু (৫৫), পিতা-মৃত সমর কান্তি দে, মাতা-অনুপমা দে, স্ত্রী-রুম্পা দে, সাং-জিইসি মার্কেট, ৩য় তলা, সিড়ির ডান পার্শ্বের বসত ঘর, ১৭০ হাজারী লেইন, থানা-চট্টগ্রাম কোতয়ালী, চট্টগ্রাম।

জানা গেছে, মোঃ করিম প্রকাশ মোঃ আব্দুল করিম প্রতাশ ডাইল করিম (৩৬) পেশাদার মাদক ব্যবসায়ী। সে হাজারী গলি এলাকার স্থায়ী বাসিন্দা। স্বর্নপট্টিতে সে বেড়ে উঠে। সে প্রথম ২০১১ সালে মাদক সহ গ্রেফতার হয়। ইহার পর হতে সে তাহার মাদক পেশা আরো বিস্তৃত করতে থাকে। একে একে সে ইয়াবা, ফেন্সিডিল ও গাঁজা বিক্রয় শুরু করে এবং পরবর্তীতে পুরো হাজারী গলি এলাকাসহ সমগ্র চট্টগ্রাম মহানগর এলাকায় মাদক বিক্রয় শুরু করে। সে ২০১২ইং সালে ফেন্সিডিল সহ গ্রেফতার হয়। সে গ্রেফতার হওয়ার পর কিছুদিন জেল খেটে জামিনে এসে পুনরায় মাদক ব্যবসা শুরু করে। সে প্রশাসনের অগোচরে মাদক ব্যবসা পরিচালনা করতে থাকে।

একপর্যায়ে সে ২০১৩, ২০১৪, ২০১৫ সালে ফেন্সিডিল, নিয়া বেশ কয়েকবার কোতোয়ালী থানায় গ্রেফতার হয়ে কারাবাস করার পর সে তার ব্যবসার ধরণ পরিবর্তন করে। সে ইয়াবা ব্যবসা শুরু করে। সে কিছুদিন ইয়াবা ব্যবসা করলেও ২০১৬ সালে ইয়াবাসহ গ্রেফতার হয়। পুনরায় হাজতবাস করে জামিনে আসার পরে সে গাঁজার ব্যবসা শুরু করে। সে ২০১৬ইং সালে ২য় বারে গাঁজা সহ গ্রেফতার হয়। গাঁজাসহ গ্রেফতার হইয়া সে হাজতবাস করার পরে ২ বছর ধরে কৌশলে মাদক ব্যবসা পরিচালনা করে। পরবর্তীতে সে ২০১৮ সালেও ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার হয়।

 

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.