ডেঙ্গুতে রূমা উপজেলা চেয়ারম্যানের স্ত্রীর মৃত্যু

0

সিটি নিউজঃ বান্দরবানে রুমা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি উহ্লাচিং মারমার স্ত্রী দমাচিং মারমা বেবী (৩২) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন। দমাচিং মারমা উপজেলার সদর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি স্থানীয়ভাবে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন বলে জানিয়েছেন স্বজনরা।

নগরীর সিএসসিআর সূত্রে জানা গেছে, ১০ সেপ্টেম্বর রুমা উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে পরীক্ষায় ডেমেচিংয়ের ডেঙ্গু জ্বর ধরা পড়ে। পরে তাকে বান্দরবান সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

অবস্থার আরও অবনতি হওয়ায় পরে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার ভোরে সেখানেই তার মৃত্যু হয়।

 

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.