ক্রেডিট ইউনিয়নগুলোর ভূমিকায় জনসচেতনতা বৃদ্ধি প্রয়োজন: এলজিআরডি প্রতিমন্ত্রী

0

শাহাজাহান চৌধুরী শাহীন, কক্সবাজার : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য বলেছেন, সাধারণ মানুষের উন্নয়নে ক্রেডিট ইউনিয়নগুলোর ভূমিকা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি ও ক্রেডিট ইউনিয়নের কর্মকান্ডে সদস্যদের সম্পৃক্ত করার সুযোগ সৃষ্টি করতে হবে।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) কক্সবাজারে স্থানীয় একটি হোটেলের সম্মেলন কক্ষে দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নলীগ অব বাংলাদেশ (কাল্ব) আয়োজিত দুদিনব্যাপী ক্রেডিট ইউনিয়ন ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

কাল্ব-এর সভাপতি মুক্তিযোদ্ধা জিনাস ঢাকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংসদ সদস্য আশেক উল্লা রফিক, সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক মো: আমিনুল ইসলাম,অতিরিক্ত জেলা প্রশাসক মো: আশরাফুল আফসার, এসোসিয়েশন অব এশিয়ান কনফেডারেশন আব ক্রেডিট ইউনিয়নস (আকু) এর প্রধান নির্বাহী এলিনেটা ভি সানরকে লেনীসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।
এ সময় সারাদেশের ক্রেডিট ইউনিয়নলীগের সহস্রাধিক নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন। পরে অতিথিদের সম্মাননা ক্রেষ্ট দেয়া হয়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.