বাংলাদেশের দুর্দান্ত বোলিং চাপে জিম্বাবুয়ে

0

সিটি নিউজ ডেস্ক :  ত্রিদেশীয় টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে জিম্বাবুয়ের মোকাবেলা করছে স্বাগতিক বাংলাদেশ। টস হেরে আগে ব্যাট করছে অতিথিরা।

মোস্তাফিজুর রহমানের বলটি শর্ট মিড উইকেটে ঠেলে দিয়েছিলেন রায়ান বার্ল। তাতে রান নিতে চেয়েছিলেন টিমিসেন মারুমা। প্রথমে সাড়া দিয়ে তাৎক্ষনিকভাবেই না করেন বার্ল। কিন্তু ততক্ষণে দেরি হয়ে। উইকেটে মাঝ পথে চলে আসেন এ তরুণ। সাকিবের দারুণ থ্রো ধরে উইকেট ভাঙতে এক মুহূর্ত দেরি করেননি মোস্তাফিজ। রানআউট হয়ে যান মারুমা। ২ বলে ১ রান আসে তার ব্যাট থেকে। ফলে বড় চাপে পড়েছে জিম্বাবুয়ে।

১০ ওভার শেষে ৫ উইকেটে ৬৪ রান করেছে জিম্বাবুয়ে। ৬ রানে ব্যাট করছেন বার্ল। নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে নেমেছেন টিনোটেন্ডা মুটোম্বোডজি।

মোসাদ্দেকের প্রথম বলে আউট উইলিয়ামস

বল হাতে নিয়ে প্রথম বলেই সাফল্য পেলেন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। ফিরিয়েছেন জিম্বাবুয়ের অন্যতম অভিজ্ঞ ব্যাটসম্যান শেন উইলিয়ামসকে। তার বলে পেছনের পায়ে ভর করে ড্রাইভ করতে গিয়ে ঠিকভাবে ব্যাটে বলে করতে পারেননি এ ব্যাটসম্যান। সহজ ক্যাচ তুলে দেন বোলার মোসাদ্দকের হাতে। ৩ বলে ২ রান করেছেন উইলিয়ামস।

৯ ওভার শেষে জিম্বাবুয়ের সংগ্রহ ৪ উইকেটে ৫৯ রান। ১ রানে ব্যাট করছেন টিমিসেন মারুমা। নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে নেমেছেন রায়ান বার্ল।

বিপজ্জনক মাসাকাদজাকে ফেরালেন সাইফ

ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠছিলেন জিম্বাবুয়ে অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা। উইকেটে সেট হয়ে গিয়েছিলেন। হাত খুলেও খেলছিলেন। তবে বড় ক্ষতি করার আগে তাকে ফিরিয়েছেন অলরাউন্ডার সাইফ উদ্দিন। তার বল জায়গায় দাঁড়িয়ে ড্রাইভ করে লংঅফে ধরা পড়েছেন সাব্বির রহমানের হাতে। ২৬ বলে ৫টি চার ও ১টি ছক্কায় ৩২ রান করেছেন মাসাকাদজা।

৮ ওভার শেষে জিম্বাবুয়ের সংগ্রহ ৩ উইকেটে ৫৬ রান। ২ রানে ব্যাট করছেন শেন উইলিয়ামস। নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে নেমেছেন টিমিসেন মারুমা।

ফিরে গেলেন আরভিন

এক প্রান্তে অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা হাত খুলে খেললেও কিছুটা খোলসে বন্দী ছিলেন তিন নম্বরে ব্যাট করতে নামা ক্রেইগ আরভিন। তবে চেষ্টা করছিলেন খোলস ভাঙতে। মোস্তাফিজুর রহমানের বাউন্সারে পুল করতে গিয়েছিলেন আরভিন। ব্যাটে বলে ঠিকভাবে লাগাতে পারেননি। মিড উইকেটে মোসাদ্দেক হোসেন সৈকতের হাতে ধরা পড়েছেন তিনি। ১৪ বলে ১১ রান করেছেন আরভিন।

৭ ওভার শেষে জিম্বাবুয়ের সংগ্রহ ২ উইকেটে ৫২ রান। মাসাকাদজা ব্যাট করছেন ৩২ রানে। নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে নেমেছেন শেন উইলিয়ামস।

জিম্বাবুয়ের হাফসেঞ্চুরি

প্রথম বলে উইকেট হারানোর পর সে ধাক্কা দারুণভাবেই সামলে নিয়েছে জিম্বাবুয়ে। এরমধ্যে দলগত হাফসেঞ্চুরি পূরণ করেছে দলটি। ৬.২ ওভার (৩৮ বল) এসেছে তাদের দলীয় ফিফটি।

অভিষেকে প্রথম বলেই তাইজুলের উইকেট

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচের অভিষেকে নিজের প্রথম বলেই উইকেট তুলে নিলেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। ফিরিয়েছেন জিম্বাবুয়ের অন্যতম অভিজ্ঞ খেলোয়াড় ব্রান্ডন টেইলরকে। তার বলে জায়গায় দাঁড়িয়ে হাঁকাতে গিয়েছিলেন টেইলর। ব্যাটের কানায় লেগে উঠে যায় আকাশে। শর্ট থার্ডম্যানে সহজেই সে ক্যাচ তালুবন্দি করেছেন মাহমুদউল্লাহ। খালি হাতে ফিরেছেন টেইলর।

২ ওভার শেষে জিম্বাবুয়ের সংগ্রহ ১ উইকেটে ৯ রান। ২ রানে ব্যাট করছেন অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা। নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে নেমেছেন ক্রেইগ আরভিন।

জিম্বাবুয়ে একাদশ: রায়ান বার্ল, ব্রান্ডন টেইলর, হ্যামিল্টন মাসাকাদজা, ক্রেইগ আরভিন, শেন উইলিয়ামস, টিমিসেন মারুমা, টিনোটেন্ডা মুটোম্বোডজি, টনি মুনিওঙ্গা, নেভিল মাডজিভা, কাইল জারভিস ও টেন্ডাই চাতারা।

তাইজুলের অভিষেক, একাদশে দুই পেসার

সদ্য শেষ হওয়া চট্টগ্রাম টেস্টে আফগানিস্তানের বিপক্ষে কোন পেসার রাখেনি বাংলাদেশ। তবে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে দুই জন পেসার নিয়ে একাদশ গড়েছে টাইগাররা। মোস্তাফিজুর রহমানের সঙ্গে আছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। আছেন দুইজন স্পিনারও। অভিষেক হয়েছে স্পিনার তাইজুল ইসলামের।

বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, লিটন কুমার দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন সৈকত, সাব্বির রহমান, আফিফ হোসেন ধ্রুব, তাইজুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন ও মোস্তাফিজুর রহমান।

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে বৃষ্টি বেশ বাগড়া দিচ্ছে। সকাল থেকে টানা বৃষ্টির কারণে মাঠ পরিচর্যা করতে বেশ সময় লেগে যায় মাঠকর্মীদের। মাঝেও বৃষ্টি বাগড়া দিয়েছে। তবে আশার কথা বৃষ্টি থাকার পর টস অনুষ্ঠিত হয়েছে। আর টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান। মানে আগে ব্যাটিংয়ে নামছে জিম্বাবুয়ে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।

৮টায় ম্যাচ শুরু, খেলা হবে ১৮ ওভারে

ফের বৃষ্টি না হলে রাত ৮টায় শুরু হবে ম্যাচ। এর আগে রাত পৌনে ৮টায় হবে টস। মাঠ পরিদর্শন শেষে এমনটাই জানিয়েছেন আম্পায়াররা। আর ম্যাচের পরিধিও কমেছে। দুই ওভার কমায় ম্যাচ অনুষ্ঠিত হবে ১৮ ওভারে। কমানো হয়েছে বিরতির সময়ও।

থেমেছে বৃষ্টি

সন্ধ্যা সোয়া ৭টার দিকে ফের বৃষ্টি আসায় শঙ্কা জেগেছিল ম্যাচ শুরু নিয়ে। তবে আশার কথা আবার থেমে গিয়েছে বৃষ্টি। খুব শীগগিরই হয়তো মাঠ পর্যবেক্ষণে নামবেন আম্পায়াররা। তবে সময় যতো পার হয়েছে তাতে ম্যাচের পরিধি কমছে তা প্রায় নিশ্চিত।

ফের বৃষ্টি

বিকাল সাড়ে ৫টার দিকে পুরোপুরি থেমে গিয়েছিল বৃষ্টি। মাঠকর্মীরা মাঠকে খেলার উপযোগীও করে ফেলেছিলেন প্রায়। সন্ধ্যা সাড়ে ৭টায় দ্বিতীয় দফায় মাঠ পর্যবেক্ষণ শেষে খেলা শুরুর সময় জানানোর কথা ছিল। কিন্তু আম্পায়ার ও কিউরেটররা যখন মাঠে ঢুকেছেন তার কিছুক্ষণের মধ্যে ফের শুরু হয় বৃষ্টি। যদিও ঝিরিঝিরি। তবে তাতে ম্যাচ শুরু নিয়ে তৈরি হয়েছে শঙ্কা।

ফের সন্ধ্যা ৭টায় মাঠ মাঠ পরিদর্শন করবেন আম্পায়াররা

সন্ধ্যা সোয়া ৬টায় পর্যবেক্ষণ করতে মাঠে ঢুকেছিলেন দুই আম্পায়ার। মাঠের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট নন তারা। তাই ফের সন্ধ্যা ৭টায় মাঠ পর্যবেক্ষণ করবেন।

ভেজা মাঠে টস হতে দেরি

সকাল থেকেই ঢাকার আকাশে ছিল মেঘলা। বৃষ্টিও হয়েছে দফায় দফায়। গুঁড়িগুঁড়ি বৃষ্টি ছিল প্রায় সারাদিনই। তবে ঘণ্টা খানেক আগে পুরো থেমে গেলেও বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার ত্রিদেশীয় সিরিজের টস সময়মত হচ্ছে না। ৬টায় টস হওয়ার কথা থাকলেও মাঠ প্রস্তুত কিনা তা খতিয়ে দেখতে ৬টা ১৫ মিনিট পর্যন্ত সময় নিয়েছেন আম্পায়াররা।

সাদা বলের খেলা বলেই আশাবাদী বাংলাদেশ

ত্রিদেশীয় এ টুর্নামেন্টে শিরোপা ছাড়া বিকল্প কিছুই ভাবছে না টাইগাররা। কিন্তু তিন দলের এ আসরে খেলবে আফগানিস্তানও। যাদের কাছে সদ্যই ঘরের মাঠে একমাত্র টেস্ট ম্যাচে নাস্তানুবাদ হয়েছে তারা। সে স্মৃতি একেবারেই তরতাজা। সপ্তাহ না ঘুরতে তাদের বিপক্ষে আবার মাঠে নামতে হবে তাদের। কিন্তু সাদা বলের খেলা বলেই বেশ আত্মবিশ্বাসী দলের কোচ রাসেল ডমিঙ্গো, ‘যখন সাদা বলের খেলা আসে, বাংলাদেশ তাদের দিনে যে কোন দলকে হারাতে পারে। আমাদের দলে কিছু বিশ্বমানের পারফর্মার রয়েছে। দলের খেলোয়াড়দের অভিজ্ঞতার দিকে তাকান। ৫০ ওভারের ম্যাচের বিশ্বকাপে, বাংলাদেশ দ্বিতীয় অভিজ্ঞ দল ছিল। এ দলে দক্ষতার কোন ঘাটতি নেই।’

টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে শুরু বাংলাদেশের

আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে নতুন মৌসুম শুরু করছে বাংলাদেশ। কদিন আগে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট হারের পর খারাপ সময়ে থাকা সাকিব আল হাসানের দল নামছে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে। প্রতিপক্ষ জিম্বাবুয়ে হলেও নিজেদের খারাপ সময় বিবেচনায় বাড়তি সতর্ক বাংলাদেশ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.