Exclusive : রিফাত হত্যাকাণ্ডের নতুন ভিডিও ভাইরাল | Rifat | Minni
বরগুনায় আলোচিত রিফাত হত্যাকান্ডের আড়াই মাস পর, নতুন আরও একটি ভিডিও ভাইরাল হয়েছে।
যাতে দেখা যায়, হামলার পর রিফাতকে বরগুনা সদর হাসপাতালে নিয়ে যাচ্ছেন স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নি।
পরে, হাসপাতালের সামনে থাকা লোকজন স্ট্রেচারে করে ভেতরে নেয় রিফাতকে। এর কিছু সময় পর মিন্নির বাবা হাসপাতালে আসেন।
অবস্থার অবনতি হলে অক্সিজেন ও দুটি স্যালাইন লাগানো অবস্থায় রিফাত শরীফকে অ্যাম্বুলেন্সে করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
যদিও ঘটনার পর আলোচনায় ছিলো, হামলার শিকার রিফাত একাই রিকশায় করে হাসপাতালে যায়। আর মিন্নি যায় অন্য একটি রিকশায়।