আইয়ুব বাচ্চু স্মরণে ‘রূপালী গিটার’ উদ্বোধন আজ

0

এই রূপালী গিটার ছেড়ে একদিন চলে যাব বহুদূরে’, ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর গাওয়া একটি জনপ্রিয় গান। সেই রূপালী গিটারের দৃষ্টিনন্দন ও শৈল্পিক উপস্থাপনা চট্টগ্রাম মহানগরীর প্রবর্তক মোড়ে। ১৮ ফুট উচ্চতার এ গিটার উন্মোচিত হয়েছে, যা থমকে দিচ্ছে পথচারীদের।

আজ বুধবার আনুষ্ঠানিকভাবে রূপালী গিটার উদ্বোধন করবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দিন।

এর আগে, সোমবার রাতেই এ গিটার উন্মোচন করা হয়। রাতে বিদ্যুতের আলোয় মুগ্ধতা ছড়াচ্ছে পুরো এলাকায়। সূর্যের আলোতে পরিলক্ষিত হয় গিটারের চিকচিকি।

ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চু চট্টগ্রামেরই সন্তান। তবে গিটারিস্ট হিসেবে তাঁর খ্যাতি দেশ ছাড়িয়ে উপমহাদেশজুড়ে। এ রকস্টারের মৃত্যুতে কেঁদেছিল পুরো সঙ্গীত অঙ্গন। জনপ্রিয় এ সঙ্গীত তারকার নামাজে জানাজায় অংশ নিয়ে চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির বলেছিলেন, আইয়ুব বাচ্চুর স্মৃতি রক্ষায় পদক্ষেপ গ্রহণ করা হবে।

কথা রেখেছেন মেয়র। এই গিটার নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ৩ কোটি টাকা। পুরো অর্থের জোগান হয়েছে আউট সোর্সিংয়ের মাধ্যমে। এ প্রকল্পের আওতায় রয়েছে সড়কের বিউটিফিকেশন, ওয়াকওয়ে নির্মাণ, দেয়ালে ম্যুরাল ও সবুজায়ন। দুটি প্রতিষ্ঠান চুক্তিবদ্ধ হয়েছে সিটি কর্পোরেশনের সঙ্গে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.