রাউজানে বজ্রপাত থেকে সুরক্ষায় ৫ হাজার তাল বীজ রোপন

0

নেজাম উদ্দিন রানাঃ রাউজানে বজ্রপাত থেকে সুরক্ষা পেতে এলাকার সড়কের দুই পাশে তাল গাছের বীজ রোপনের কর্মসূচি হাতে নিয়েছে যুবকরা।

আজ ১৮ সেপ্টেম্বর বুধবার চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের পালোয়ানপাড়া গ্রামে গিয়ে দেখা গেছে, সারিবদ্ধভাবে সড়কের পাশে তাল গাছের বীজ রোপন করার কাজে ব্যস্ত জাহেদুল আলম, মানিক সিকদার, রাহাত হোসাইন, সারখাত সিকদার, সাকিব হোসেন, কাইছার, আরফান সিকদারসহ এলাকার যুবকরা।

তাদের উৎসাহিত করতে সেখানে ছুটে গিয়ে নিজহাতে তাল গাছের বীজ লাগিয়ে কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় ১৩ নং নোয়াপাড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান বাবুল মিয়া মেম্বার। এ সময় উপস্থিত ছিলেন নোয়াপাড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারন সম্পাদক জসিম উদ্দিন, নোয়াপাড়া চৌধুরী হাট ব্যবসায়ী সমিতির সভাপতি সেকান্দর হোসেন মেম্বার, যুবলীগ নেতা মনিরুল ইসলাম মুরাদসহ এলাকার বেশ কিছু গণ্যমান্য ব্যক্তি এলাকার যুবকদের উদ্বুদ্ধ করেন।

তালগাছ রোপনের উদ্যোক্তা নোয়াপাড়া ইউনিয়নের পলোয়ান পাড়া ৮ নং রোডের জাহেদুল আলম বলেন, সাম্প্রতিক সময়ে বজ্রপাতে যে হারে মানুষের মৃত্যু ঘটছে সেটি আমাদের ভাবিয়ে তুলেছে।

বজ্রপাতের মতো দূর্যোগ থেকে রক্ষার উদ্দেশ্যে আমি এলাকার যুবকদের সাথে নিয়ে তাদের সার্বিক সহযোগিতায় তিন বছরে আমাদের ইউনিয়নে ২০ হাজারের অধিক তালবীজ রোপনের উদ্যোগ হাতে নিয়েছি। প্রথম বছর তালের বীজ সংগ্রহ তেমন একটা সংগ্রহ করতে না পারায় আমরা এলাকার মাষ্টার দা সূর্যসেন সড়ক, নোয়াপাড়া চৌধুরী হাট সড়ক, পলোয়ান পাড়া সড়কে পাঁচ হাজার তাল গাছের বীজ রোপন শুরু করেছি। পরবর্তী দুই বছরে আশা করছি আমরা আরো ১৫ হাজারের অধিক তাল গাছের বীজ রোপন করার ব্যাপারে আশাবাদি।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.