সিটি নিউজ : মিরসরাই উপজেলা বৌদ্ধ পরিষদের নেতা, নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা পুস্পেন্দু বড়ুয়া সংবর্ধিত হয়েছেন।
গত ২৭ সেপ্টেম্বর শুক্রবার চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার গহিরা কোতোয়ালীঘোনা জ্ঞানোদয় বৌদ্ধ বিহারে ফ্রি ১০ দিনব্যাপী বিদর্শন ভাবনা কোর্সের সমাপনী অনুষ্ঠান ও অষ্টপরিস্কারসহ সংঘদান এবং সংবর্ধনা সভায় তার হাতে এ সম্মাননা তুলে দেন গহিরা কোতোয়ালীঘোনা জ্ঞানোদয় বৌদ্ধ বিহার কর্তৃপক্ষ।
উপ-সংঘরাজ ড. জ্ঞানশ্রী মহাথের ও ভদন্ত প্রিয়ানন্দ মহাথের বৌদ্ধ কল্যাণ ট্রাস্ট্রের আয়োজনে উক্ত অনুষ্ঠানে অসংখ্য বৌদ্ধ ধর্মানুসারীরা অংশগ্রহণ করেন। মিরসরাই উপজেলা বৌদ্ধ পরিষদের নেতৃবৃন্দ এক বিবৃতিতে মিরসরাই উপজেলার ১৪ নম্বর হাইতকান্দি ইউনিয়নের দমদমা গ্রামের সন্তান কৃষি কর্মকর্তা পুস্পেন্দু বড়ুয়ার আগামীর আরো সুন্দর জীবন কামনা করেন।