চান্দগাঁওয়ে শিশুসহ একই পরিবারের ৬ জন দগ্ধ, নিহত ১

0

সিটি নিউজঃ চট্টগ্রামের চান্দগাঁওয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে ৩ বছরের শিশুসহ একই পরিবারের ছয়জন দগ্ধ হয়েছেন। এদের মধ্যে নজরুল ইসলাম (৪০) নামে একজন মারা গেছেন।

আহতরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) চিকিৎসাধীন রয়েছেন। অগ্নিদগ্ধরা হলেন-সেলিনা কলি (৩০), হাজ্জাজ (৩), আজবির (১৩), মনোয়ারা বেগম (৫০) ও জুবাইদা (৩০)।

আজ সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে বাদশা চেয়ারম্যান ঘাঠা মফিজ সওদাগরের বাড়ির দ্বিতীয় তলায়  এ দুর্ঘটনা ঘটে।

চমেক হাসপাতাল বার্ন ইউনিটের রেজিস্ট্রার ডা. মো. নাফিজ আলম বলেন, অগ্নিদগ্ধ ছয়জনকে আনা হয়েছিল। একজন মারা গেছেন। অন্যদের ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।

তিনি বলেন, এদের মধ্যে আগুনে সেলিনা কলির শরীরের শতকরা ১৫ ভাগ, হাজ্জাজের ২৫ ভাগ, আজবিরের ১৫ ভাগ, মনোয়ারা বেগমের ৭০ ভাগ ও জুবাইদার ১৭ ভাগ দগ্ধ হয়েছে।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। আহতদের চমেকে ভর্তি করা হয়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.