সৌদিতে এক ঘরে থাকতে পারবেন নারী-পুরুষ

0

সিটি নিউজ ডেস্ক : সৌদি সরকারের করা নতুন নিয়ম অনুযায়ী, বিবাহের প্রমাণ ছাড়াই বিদেশি নারী ও পুরুষ পর্যটক এক রুমে থাকতে পারবেন। তবে তা সৌদি নাগরিকদের বেলায় প্রযোজ্য নয়। সৌদি আরব বরাবরই বিবাহ বহির্ভূত সম্পর্ককে অপরাধ বলে গণ্য করে।

সম্প্রতি দেশটির পর্যটন ও হেরিটেজ কমিশন ঘোষণা দিয়ে জানিয়ছে, এখন থেকে এক রুমে থাকতে হলে কোনো বিদেশি নারী পুরুষকে বিবাহের সনদ দেখাতে হবে না। তবে সৌদি নাগরিকদের জন্য তা কার্যকর হবে না। আগের মতোই প্রমাণ দেখাতে হবে।

গেল সপ্তাহে তারা বিদেশি পর্যটকদের জন্য ভিসা চালু করে। মূল লক্ষ্য জ্বালানি তেল নির্ভর অর্থনীতিতে বৈচিত্র্য আনা। সৌদি কর্তৃপক্ষ এই নতুন পদক্ষেপকে ‘ঐতিহাসিক মুহূর্ত’ বলে অভিহিত করেন। আর এরপর থেকে পর্যটনকে উৎসাহিত করতে সম্প্রতি বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে সৌদি সরকার।

পাশাপাশি সৌদি নারীদের জন্যও আইন কিছুটা শিথিল করেছে সরকার। যেমন, এখন থেকে সৌদি নারীরা কোনো অভিভাবক ছাড়া নিজেরাই হোটেল বুকিং করতে পারবেন। সেক্ষেত্রে তাদের পরিচয়পত্র দেখালেই হবে। আগে কোনো সৌদি নারী অভিভাবক ছাড়া হোটেল বুক করতে পারতেন না।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.