সোনার বাংলা গড়তে আজকের শিশুরাই ভূমিকা রাখবে: প্রধানমন্ত্রী

0

সিটি নিউজ ডেস্ক : সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক ও দুর্নীতির নেতিবাচক প্রভাব থেকে শিশুদের দূরে রাখার লক্ষ্যে সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বুধবার সকালে (৯ অক্টোবর) বাংলাদেশ শিশু একাডেমিতে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

শিশুদের মেধা বিকাশ, তথ্যপ্রযুক্তির ব্যবহার ও শরীর চর্চার সুযোগ সৃষ্টিতে সরকারের বিভিন্ন পদক্ষেপর কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আগামী দিনের কর্ণধার হিসেবে জাতির জনকের স্বপ্নের ক্ষুধা দারিদ্র্যমুক্ত সোনার বাংলা গড়তে আজকের শিশুরাই ভূমিকা রাখবে।

শিশু নির্যাতন প্রতিরোধে সরকার সচেতন জানিয়ে সরকারপ্রধান বলেন, জীবন ও স্বাস্থ্যের ক্ষতি হয়, এমন কোনো কাজ যাতে শিশুদের দিয়ে করানো না হয়, সেজন্য আইন করা হচ্ছে।

সুনাগরিক ও কর্মদক্ষতায় বিকশিত করতে শিশুদের সুরক্ষিত ও নিবিড় পরিচর্যার সব ধরনের পদক্ষেপই সরকার নিয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর আশা, বিশ্ব দরবারে বাংলাদেশ যাতে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, সেজন্য ভূমিকা রাখবে আজকের শিশুরাই।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.