সম্রাটের চিকিৎসা দেশেই সম্ভব: চিকিৎসক

0

সিটি নিউজ ডেস্ক : ক্যাসিনোকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরীর শারীরিক কোনো জটিলতা নেই। বাংলাদেশেই তার চিকিৎসা সম্ভব বলে জানিয়েছেন চিকিৎসক।

বুধবার দুপুরে সম্রাটের শারীরিক সর্বশেষ অবস্থা সাংবাদিকদের সামনে ব্রিফ করেন তার চিকিৎসার দায়িত্বে থাকা চিকিৎসক সহযোগী অধ্যাপক মহসিন আহমেদ।

তিনি বলেন, ‘আপনারা বলতে পারেন তার জীবনের ঝুঁকি নেই। নেই কোনো জটিলত। কিন্তু তার হার্টবিট অনিয়মিত আছে তার চিকিৎসা বাংলাদেশি করা সম্ভব এবং এই হাসপাতালেই করা সম্ভব।’

মহসিন আহমেদ বলেন, ‘গতকাল পরিচালক বলেছিল উনি সুস্থ না, অবস্থা স্থিতিশীল। গতকাল থেকে আমরা খেয়াল করছিলাম তার হার্টের পার্সল অনিয়মিত ছিল। আমাদের চিকিৎসকরা তাকে দেখেন, ওষুধের ডোজ বাড়িয়ে দিয়েছেন। আশা করি, তাকে পর্যবেক্ষণ করে আগামীকাল বলতে পারব, তিনি কেমন আছেন।’

সম্রাটের অন্যান্য পরীক্ষার ফলাফল ভাল জানিয়ে এই চিকিৎসক বলেন, ‘বাকি পরীক্ষাগুলোর রিপোর্ট ভাল আছে। তার শারীরিক অবস্থা এখন বলা কঠিন। কারণ এর আগে তার হার্টের বাল্ব রিপ্লেস করা হয়েছে। আগে থেকে তার হার্টবিট অনিয়মিত ছিল, তার হার্টবিট দুর্বল ছিল।’

গতকাল রাতে শ্বাসকষ্টজনিত সমস্যার কথা জানিয়েছেন সম্রাট। চিকিৎসক বলেন, ‘গতকাল রাতে তিনি অভিযোগ করেছেন তার শ্বাসকষ্ট হচ্ছে। আমরা দেখলাম আসলেই তার হার্টবিট অনিয়মিত, আমরা ওষুধের ডজ বাড়িয়ে দিয়েছি। আমরা ২৪ ঘন্টা তাকে দেখব। এরপর তার শারীরিক অবস্থার কথা বলা যাবে।’

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.