চট্টগ্রাম বিভাগীয় কোচের দায়িত্ব পেলেন আফতাব

0

স্পোর্টস নিউজঃ চট্টগ্রাম বিভাগ ক্রিকেটের নতুন প্রধান কোচ হলেন জাতীয় দলের সাবেক তারকা আফতাব আহমেদ।

আজ বুধবার (৯ সেপ্টেম্বর) মিরপুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি মাঠে আফতাব জানান, চট্টগ্রামকে সাফল্যের পথে ফেরানোর লক্ষ্যে কাজ শুরু করেছেন তিনি।

তিনি বলেন, আমি অবশ্যই কিছুটা উত্তেজিত, এই বছর প্রথমবারের মতো চট্টগ্রামের প্রধান কোচ হিসেবে কাজ করছি। আমরা শেষ ৮-১০ বছরে একই জায়গায় আটকে আছি। প্রথম এসে আমি অনেক কিছু করতে পারব না। তবে চট্টগ্রামকে ওই জায়গায় নিয়ে যাওয়ার ইচ্ছা যেখানে আগে আমরা ছিলাম।

জাতীয় দলের এক সময়ের হার্ড হিটার ব্যাটসম্যান আফতাব বলেন, আমি যখন খেলা শুরু করি, তখন লক্ষ্য ছিল জাতীয় দলে খেলব। যখন ক্রিকেট খেলেছি, তখন লড়াকু মানসিকতা নিয়েই খেলেছি। আমি শতভাগ চেষ্টা করব। জানি না ফলাফল কি হবে। কিন্তু আমার চেষ্টা পুরোপুরিই থাকবে এখানে।

দুবাই টি-টেনের দল বাংলা টাইগার্সের প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন আফতাব। নতুন এই চ্যালেঞ্জ নিয়ে বেশ রোমাঞ্চিত তিনি। বলেন, এটা আমার জন্যে অনেক বড় চ্যালেঞ্জ। তাদের চিন্তায় আছে, বাংলাদেশের ক্রিকেটার ও কোচদেরও উঠিয়ে আনা। এই মন মানসিকতা কয়জনের থাকে। আমি চেষ্টা করব সেখানে ভালো কিছু করার।

প্রসঙ্গত, বৃহস্পতিবার শুরু হতে যাচ্ছে দেশের প্রথম শ্রেণির ক্রিকেটের প্রধান টুর্নামেন্টের ২১তম আসর।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.