চট্টগ্রামে ডিআইজি’র সাথে বৌদ্ধ নেতৃবৃন্দের মতবিনিময়

0

সিটি নিউজঃ বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা উপলক্ষ্যে বৌদ্ধ প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা ৯ অক্টোবর চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুকের সভাপতিত্বে মিথুন বড়ুয়ার সঞ্চালনায় চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সার্বিক নিরাপত্তা বিষয়ে আলোকপাত করে বক্তব্য রাখেন, চট্টগ্রাম রেঞ্জের এডিশনাল ডিআইজি মোহাম্মদ আবুল ফয়েজ, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নুরে আলম মিনা বিপিএম (বার), পিপিএম, পুলিশ সুপার (অপারেশনস), চট্টগ্রাম রেঞ্জ মোহাম্মদ হাসান বারী নুর, অতিরিক্ত পুলিশ সুপার (ওএন্ডসি), মাহমুদা বেগম, সহকারী পুলিশ সুপার আকলিমা আক্তার, সহকারী পুলিশ সুপার মান্না দে, বাংলাদেশ বৌদ্ধ সমিতির চেয়ারম্যান অজিত রঞ্জন বড়ুয়া, ভাইস চেয়ারম্যান লায়ন আদর্শ কুমার বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সিনিয়র সহ-সভাপতি ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া, প্রকৌশলী পরিতোষ কুমার বড়ুয়া, অরুণ কুমার বড়ুয়া, অঞ্চল কুমার তালুকদার, ভদন্ত জ্ঞানরত্ম মহাস্থবির, কমলেন্দু বিকাশ বড়ুয়া, টিংকু বড়ুয়া, ত্রিদ্বিপ কুমার বড়ুয়া, স্বপন কুমার বড়ুয়া, ড. সুব্রত বরণ বড়ুয়া, কানন চৌধুরী, স্বরূপ বিকাশ বড়ুয়া বিতান,

প্রকৌশলী সীমান্ত বড়ুয়া, নারীনেত্রী চম্পাকলি বড়ুয়া, ববি বড়ুয়া, কক্সবাজার প্রতিনিধি রবিন্দ্র বিজয় বড়ুয়া, রাঙ্গামাটি প্রতিনিধি দিপক খীসা, রনেন্দ্র চাকমা রিন্টু, বান্দরবান প্রতিনিধি থেওয়াং হ্লত্রমং, ফেনী সোনাগাজী প্রতিনিধি সতিশ চন্দ্র বড়ুয়া, কুমিল্লা প্রতিনিধি ক্ষুদিরাম সিং, খাগড়াছড়ি প্রতিনিধি স্মুইন রং, সঞ্জয় বড়ুয়া পিকলু, শিমুল বড়ুয়া প্রমুখ।

ডিআইজি খন্দকার গোলাম ফারুক বলেন, প্রত্যেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণের সমন্বয়ে সার্বিক নিরাপত্তা সংক্রান্ত বিস্তারিত আলোচনার মাধ্যমে সঠিক পদক্ষেপ গ্রহণ করার জন্য দিক নির্দেশনা প্রদান করা হয়েছে। প্রবারণা পূর্ণিমা উদযাপন কালে যে কোন ঘটনা/দূর্ঘটনা সংগঠিত হইলে জরুরী ভিত্তিতে অত্র রেঞ্জ দপ্তরের কন্টোল রুমকে (০৩১-৬৫২১১৩/ ০১৭৬৯-৬৯১১৫৯) উল্লেখিত টেলিফোন/মোবাইল ফোনের মাধ্যমে অবহিত করার জন্য অনুরোধ জানান।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.