ভারতের বিপক্ষে বাংলাদেশের ড্র

0

সিটি নিউজ ডেস্ক : সাফ অনূর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপে গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে ১-১ গোলের ড্র দিয়ে ফাইনালের রিহার্সেল নিয়েছে বাংলাদেশ ও ভারত। এক ম্যাচ আগেই সাফ অনূর্ধ্ব-১৫ এর ফাইনাল নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশ-ভারতের। ১৫ অক্টোবর শিরোপার মঞ্চে লড়াই।

চার দল অংশ নেয়ায় রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে হচ্ছে এবারের সাফ। নেপালকে ১-৪ ও ভুটানের বিপক্ষে ১-১০ গোলের বড় ব্যবধানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত। আর ভুটানকে ২-০ ও নেপালকে ২-১ গোলে হারিয়ে গোল-পার্থক্যে রানার্সআপ হয়েছে বাংলাদেশ।

আসরের সবশেষ দুই চ্যাম্পিয়নের খেলা শুরু থেকেই ছিল জমজমাট। একে অপরের দিকে চোখে চোখ রেখেই খেলেছে দুদলের কিশোরীরা। ম্যাচের দুই গোলই হয়েছে প্রথমার্ধের ২৫ ও ২৬ মিনিটে।

ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে ২৫ মিনিটে এগিয়ে যায় ভারত। বাংলাদেশের রক্ষণের ভুলে গোলরক্ষক রুপনা চাকমাকে ফাঁকি দিয়ে গোল আদায় করে নেন বাক্সলা।

সমতা ফেরাতে একদমই সময় নেয়নি বাংলাদেশ। গোল খাওয়ার পরের মিনিটেই মাঝমাঠ থেকে সতীর্থের হেডে পাওয়া বলে ডি-বক্সের বাইরে থেকে ভলি করে ভারত গোলরক্ষকের মাথার উপর দিয়ে সমতাসূচক গোল আদায় করেন রানী।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.