আসাদুজ্জামান ও ডালিয়ার অ্যালবাম নুসরাতকে উৎসর্গ

0

বিনোদন জগৎঃ ফেনীর চাঞ্চল্যকর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িযে হত্যার ঘটনায় আজো দেশবাসীর মনে দাগ কেটে আছে। এবার প্রখ্যাত সাংস্কৃতিক ব্যাক্তিত্ব, আবৃত্তিকার ও রাজনীতিবিদ আসাদুজ্জামান খান নূর এবং কলকাতার জনপ্রিয় আবৃত্তিশিল্পী ডালিয়া বসু সাহার আবৃত্তি এ্যালবাম সেই নৃসংশভাবে নিহত ফেনী মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফির নামে এ এ্যালবাম উৎসর্গ করা হয়েছে। অ্যালবামটির নাম ‘যদি এই বাংলায় আসো’। অ্যালবামটিতে তার সঙ্গে আবৃত্তি করেছেন কলকাতার জনপ্রিয় আবৃত্তিশিল্পী ডালিয়া বসু সাহা।

কবিতার এই অ্যালবাম সাজানো হয়েছে কবি রাম চন্দ্র দাসের কবিতা দিয়ে। এতে মোট ১০টি কবিতা রয়েছে। এগুলোর শিরোনাম হচ্ছে- ‘আমি এই যুগের মেয়ে যদি’, ‘যদি এই বাংলায় আসো’, ‘অপর বেলায়’, ‘দাবায়ে রাখতে পারবে না’, ‘ইয়ে’, ‘শ্যামল সন্ধ্যার কাব্য’, ‘রবি-নজরুলের বঙ্গদর্শন’, ‘শুধু শান্তি চাই’, ‘গ্রেডার্থী’ ও ‘টাক’।

‘যদি এই বাংলায় আসো’ কবিতার অ্যালবামটি উৎসর্গ করা হয়েছে নুসরাত জাহান রাফিকে। ফেনীর এই তরুণীকে গায়ে আগুন দিয়ে হত্যা করা হয় তারই মাদরাসার ছাদে। যেই ঘটনার কথা আজও ভোলেনি দেশের মানুষ।

১৮ অক্টোবর সন্ধ্যায় ছায়ানটে আনুষ্ঠানিকভাবে ‘যদি এই বাংলায় আসো’ অ্যালবামটির মোড়ক উন্মোচন করা হবে। অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজের ব্যানারে প্রকাশিত হচ্ছে অ্যালবামটি।

 

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.