নিম্নমানের বিটুেিমনে চলছে কাজ

0

দিলীপ তালুকদারঃ সড়কে নিম্নমানের বিটুমিনের ব্যবহার চলছেই। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বিধিনিষেধ থাকলেও এর ব্যবহারে মানা হচ্ছে না কোন ধরনের নিয়মনীতি। ফলে দ্রুত নষ্ট হচ্ছে সড়কের কার্পেটিং ও সিলকোটিং।

বিএসটিআইয়ের পরীক্ষা করার নিয়ম থাকলেও তারা করে না। নিম্নমানের বিটুমিনের কারনে সড়কের কার্পেটিং উঠে গিয়ে খানা খন্দের সৃষ্টি হয়। রাস্তা নষ্ট হয় সহজেই। জানা গেছে, ড্রামে করে এসব বিটুমিন দেশে এনে চুল্লি বসিয়ে গলিয়ে বাল্কে বিক্রি করা হচ্ছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.