মন্ত্রী হলে তিনি কি এ কথা বলতেন? ওবায়দুল কাদেরের প্রশ্ন

0

সিটি নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বক্তব্যের বিষয়ে বলেছেন, ‘তিনি কী বলেছেন, সেটা মিসকোটেড হয়েছে কিনা, সেটা জানার বিষয়। তার কাছ থেকেই জানা দরকার। যদি তিনি বলেই থাকেন, তাহলে আমার প্রশ্ন হচ্ছে−এতদিন পরে কেন, এই সময়ে কেন? মন্ত্রী হলে তিনি কি এ কথা বলতেন?’

আজ রবিবার (২০ অক্টোবর) সড়ক বিভাগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, ‘নির্বাচন তো অনেক আগে হয়ে গেছে। এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কথা বলবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ১৪ দলে তিনি নিশ্চয় এসব প্রশ্নের মুখোমুখি হবেন। এ বিষয়ে ১৪ দলের সমন্বয়কের কাছে আমরা জানতে চাইবো।’

একজন সংরক্ষিত আসনের মহিলা এমপির অবৈধ পন্থায় পরীক্ষা দেওয়া এবং শপথ ভঙ্গের বিষয়ে তিনি বলেন, দৈনিক পত্রিকাগুলোতে দেখেছি। বিষয়টি নিয়ে এখনও দলীয়ভাবে আলাপ হয়নি। প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করে বিষয়টি জানাবো।

গণভবনে যুবলীগের চেয়ারম্যানকে যেতে নিষেধ করা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে যুবলীগের সাধারণ সম্পাদককে জিজ্ঞাসা করেন। গণভবনে প্রধানমন্ত্রীর ইচ্ছার বাইরে কাউকে ডাকা হবে না। সাধারণ সম্পাদকই বলতে পারবেন কাদের তালিকা দিয়েছেন, কারা যাবেন, কারা যাবেন না।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.