ত্যাগে-আনন্দে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা

0

সিটিনিউজবিডি : ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে সারাদেশে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যে উদযাপি হচ্ছে পবিত্র ঈদুল আজহা। মুসলমানদের ঘরে ঘরে বইছে আনন্দ ও খুশির বারতা। সকাল ৮টায় দেশের প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগা ময়দানে। এতে ইমামতি করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সিনিয়র ইমাম মো. মিজানুর রহমান।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, মন্ত্রিসভার সদস্য, উচ্চ আদালতের বিচারক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বেসামরিক ও সামরিক উচ্চপদস্থ কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ দেশের প্রধান এই ঈদ জামাতে শরিক হন।

এদিকে সকাল ৭টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রথম ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এরপর পর্যায়ক্রমে সকাল ৮টায়, ৯টায়, ১০টায় এবং পঞ্চম ও সর্বশেষ জামাত সকাল ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হয়। দেশের সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয় কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ মাঠে।

এদিকে ঈদ জামাত শেষ করেই সামর্থ্যবান মুসলমানরা সাধ্যানুযায়ী পশু (গরু, ছাগল, মহিষ) কোরবানী করছেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.